নিষ্পলক শুধুই চেয়ে থাকা ওই তোমার দুই নয়নের ভাষা,
অভিভূত করে যেত ক্ষণে ক্ষণে সেই অপ্রতিম ভালবাসা,
আজ ও মনে হয় তোমার, বিভোর কন্ঠের মৃদু হিল্লোল,
পাহাড়ি নদী যেন শ্রাবণের আগেই, উস্কিয়েছে সুপ্ত প্রত্যাশা,
উদ্বেলিত করে যেত, মন ও প্রাণ সেই অসীম ভালবাসা,
শান্ত ঝিলের গায়ে ভাসানো, প্রেমের কবিতা গুচ্ছ, মনে আছে,
নিঝুম মধু সন্ধায়, ঝির ঝির আঁধারে লুকিয়ে দুজনের আসা,
আন্দোলিত করে যেত, লেবুফুল গন্ধে সেই মধুরীম ভালবাসা,
অভিভূত করে যেত ক্ষণে ক্ষণে সেই অপ্রতিম ভালবাসা ।
শান্তনু সান্যাল