সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৩

কিছুই আর মনে নেই - -

এতদিনের পরে সে কোন মরমিয়ার রূপে, 
আকাশ ঘিরে অকস্মাৎ ভিজিয়ে 
দিতে চায় মনের ঊষর 
ভূমি, আলগোছে 
ভাবনার 
চিরকুট উড়ে চলেছে দিশাহীন সমীরণে,
এমনিও জীবনের বাতায়ন ছিল 
আধ ভাঙা, জর্জর, তার 
উদ্দাম আঘাতের 
ফলে এখন 
বৃষ্টির ঝরনা যায় ছিঁটিয়ে দেহ ও প্রাণে,
যেখানে ইচ্ছে ওখানে, অবাধ্য 
এই ভাবে অনুপ্রবেশ,
ডেকে আনতে 
চায় 
অনাহূত, অসময়ের কাল বৈশাখী ঝড় !
উদ্ ধ্বস্ত জীবন বসে রয় একান্তে, 
শেষ রাত্রির দিকে, বুকের 
গভীরে জড়িয়ে কিছু 
ভাঙা স্বপ্নের 
মিহি 
কণিকা, এই ছাড়া সারা রাত কি হলো 
না হলো, কিছুই আর মনে নেই !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
night bloom 1

পৃষ্ঠতলে কোথাও - -

ভাঙা ঘাটের জলসীমায় দাঁড়িয়ে একাকী, 
খুঁজি হারানো আত্ম পরিচয়, 
কচুরিপানায় ঢাকা
সেই ভাসন্ত 
জগতের নিচে, দিঘির ঠিক পৃষ্টতলে - - 
বুঝি কোথাও আছে জীবনের 
খণ্ডিত প্রতিবিম্ব, মৌন 
জলোচ্ছ্বাস !
নীরব 
সুপুরিগাছের ভিড়ে চাঁদ আজ আর জেগে 
ওঠে নি, অনেক দিনের বোধ হয় 
নিশিপালন, অনেক সময় 
এমন হয়ে থাকে,
জোছনার 
সন্ধানে আঁধার নিজেই যায় পথ হারায়ে,
তার প্রেমের অশ্বত্থ গাছের চারা 
ঝুরি নামিয়ে ছুঁতে চায় 
হৃদয়ের সজল 
ধরাতল,
আর আমি ভাঙা সিঁড়ির খোদল হয়ে - - 
যেতে চাই ক্রমশঃ, দিন প্রতি - 
দিন, যুগিয়ে দিতে 
কৌতুহলী,
পরিপূর্ণ ভাবে মজবুত থামের এক রাশ 
ভূমি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Chinese Painting Lotus