ওই ভাবে তার গহিন তির্যক দৃষ্টিপাত, করে
artist pavel guzenko
যায় শান্ত ভাবনার মন্থন, যেন -
কোনো কিছু বাঁধন সে
মানতে রাজি
নয় -
তার তাগের বিন্দু জানি না কোথায় রয়েছে
দেহের ভিতরে অথবা প্রাণের -
অপর পারে, ওই তীর
ডগার গতিবেগ
নিঃসন্দেহ
আছে রহস্যময় ! বিঁধে যাবে কোথায় কোন
প্রান্তরে হদিস করা খুবই মুশকিল,
এই মুহুর্তে পুরুষালী দম্ভ
শুধুই কাচিক স্তর,
কখন যে
যাবে ভেঙে বলা খুবই কঠিন, এক থামানো
ঝড় যেন জমে আছে বুকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/artist pavel guzenko