মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২


ফিরে যাও বন্ধু 

ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
যেখানে ঘুম ভাঙলো ওখানেই 
সকাল, দুঃস্বপ্নের মাঝে 
ভাসিও না 
জীবন, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
ঝুলন্ত ভবিষ্যত, অপরিচ্ছন্ন 
অতীত তুমি পাবে না 
ত্রাণ, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
এখানে ঘুরে অতৃপ্ত আত্মা 
কুহেলির মাঝে খুঁজ 
না প্রাণ, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
গহন আঁধারে হারিয়ে 
আছে স্বপ্নিল 
বিহান, 
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
প্রারব্ধের আগুন খেলা 
প্রেমের এখানেই 
অবসান,
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে, 
যতটুকু হাঁটলে সঙ্গে 
রেখে যেও সেই 
অবদান,
ফিরে যাও নিজের ঘরে সন্ধ্যার আগে,

-- শান্তনু সান্যাল
PAINTING  SOURCE ; SINOORIGIN