বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

পৃষ্ঠতলে - -

ওই মধ্য বিন্দুর সাথে ডুবনের আনন্দ, বিস্মৃত 
করে যায় সব কিছু, বৃত্তের সমস্ত বিন্দু 
একের পরে এক যায় ছিটকিয়ে 
সুদূরে, কোন বিশেষ 
বিন্দুতে ছিলে 
তুমি 
জড়িয়ে ! প্রায়শ ভাবে মন, খুঁজতে চায় জীবন,
তোমার গুরত্ব, ফিরে আসে বারে বারে 
অস্তিত্ব, পুনরায় তোমার কাছে,
ওই অদৃশ্য মায়াবী পথে 
ফুল, গন্ধ, জোছনা 
সব কিছুই ত 
আছে 
তবু ও জানি না কেন হৃদয় শুধুই ভালবাসে 
তোমাকে, এ কেমন আকর্ষণ বেঁধে 
রাখতে চায় আমার জীবন 
প্রকৃত মোহপাশে,
ভেসে ওঠে 
ভাবনা 
ওই কেন্দ্র বিন্দুর সঘন গভীরতার পৃষ্ঠতলে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
mystic blossom - no idea about painter