শুক্রবার, ৩ জুন, ২০১৬

উড়ন্ত আবেগ - -

তুমি শুধুই দেখেছো দিগন্ত রেখার
ব্যাপকতা, সমুদ্র, পৃথিবী,
অরণ্যের উপর দিয়ে
ভেসে যাওয়ার
আবেগ !
সেই
অনুভূতির পরেও আছে জীবনের
অপরিভাষিত জগৎ, কোনো
দিনে নিভৃতে, যদি সম্ভব
এসো আমার
বুকের
গহীন তলে, ঠিক খুঁজে পাবে তুমি
বিলুপ্ত প্রেমের মরুদ্বীপ, কিছু
মরিচিকার বাস্তবিকতা,
এক বিস্তৃত নোনা
জলের
জলাভূমি, যেখানে বহু কাল ধরে
ঘুমিয়ে আছে এক পাহাড়ি
নদী, জিজ্ঞাসু চোখে
সে চেয়ে রয়
প্রায়শ
উড়ন্ত মেঘের ছায়া, যদি কোনো
দিন ছুঁয়ে যায় ওই মায়াভরা
পরশের কয়েকটি জল
বিন্দু - -

* *
- শান্তনু সান্যাল