জীবনে কি সব কিছু ঘটে মনের অনুযায়ী --
জীবনে কি সব কিছু পাওয়া যায়
ইচ্ছার অনুসারে, ওই যে
তোমার কাছে কি
নাই, দামী
গাড়ী - বাড়ী, বিদেশী আতরের শিশি হতে -
ঝুলন্ত ঝাড়বাতি, তবুও দেখি, তুমি
বয়ে চলেছ বুকের ভিতরে,
এক বিচিত্র শুন্যতা,
ডাগর চোখের
ঠিক নিচে,
দেখি সন্ধ্যা নামার আগে, এক অদ্ভুত ছায়া -
ঘনিয়ে ওঠে, ক্রমে ক্রমে কোথায় -
যেন তুমি হারিয়ে চলেছ,
কথা বলতে বলতে,
অস্বাভাবিক
কিছুই নেই, ভাবনার কুয়াশায় ঢেকে থাকে
জীবনের অনেক প্রসঙ্গ, মানুষ খুঁজে
সর্পিল পথ, ভুলে যেতে চায়
অতীতের ব্যথা ভরা
সরল রেখার
ছায়া - -
কিন্তু কত দূর সেটা সম্ভব বলা মুশকিল - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
antique beauty
জীবনে কি সব কিছু পাওয়া যায়
ইচ্ছার অনুসারে, ওই যে
তোমার কাছে কি
নাই, দামী
গাড়ী - বাড়ী, বিদেশী আতরের শিশি হতে -
ঝুলন্ত ঝাড়বাতি, তবুও দেখি, তুমি
বয়ে চলেছ বুকের ভিতরে,
এক বিচিত্র শুন্যতা,
ডাগর চোখের
ঠিক নিচে,
দেখি সন্ধ্যা নামার আগে, এক অদ্ভুত ছায়া -
ঘনিয়ে ওঠে, ক্রমে ক্রমে কোথায় -
যেন তুমি হারিয়ে চলেছ,
কথা বলতে বলতে,
অস্বাভাবিক
কিছুই নেই, ভাবনার কুয়াশায় ঢেকে থাকে
জীবনের অনেক প্রসঙ্গ, মানুষ খুঁজে
সর্পিল পথ, ভুলে যেতে চায়
অতীতের ব্যথা ভরা
সরল রেখার
ছায়া - -
কিন্তু কত দূর সেটা সম্ভব বলা মুশকিল - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
antique beauty