সে মরিচিকা নয় - -
ভোরের স্বপ্ন, নীহার বিন্দুর সাথে
গেছে বিলীনতার পথে, তার
প্রণয় লতার পল্লবে, কি
ছিল স্পন্দনের
আর্দ্র ছাপ !
জানতে পারি নি হৃদয়, কিন্তু সে কোনো
দিন ঝরি নি বৃন্তের বুক হতে, সে
যেন চিরহরিৎ জড়িয়ে রইলো
ধুসর জীবনের প্রান্তে, বহু
বার চেয়েছি তাকে
ভুলে যেতে,
বহু বার সে ভেসে উঠে মরুদ্যানের বুকে!
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/