রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২


সে মরিচিকা নয় - - 

সজল চোখের সেই ভেজা প্রতিবিম্বে ছিল 
ভোরের স্বপ্ন, নীহার বিন্দুর সাথে 
গেছে বিলীনতার পথে, তার 
প্রণয় লতার পল্লবে, কি 
ছিল স্পন্দনের 
আর্দ্র ছাপ !
জানতে পারি নি হৃদয়, কিন্তু সে কোনো 
দিন ঝরি নি বৃন্তের বুক হতে, সে 
যেন চিরহরিৎ জড়িয়ে রইলো 
ধুসর জীবনের প্রান্তে, বহু 
বার চেয়েছি তাকে 
ভুলে যেতে,
বহু বার সে ভেসে উঠে মরুদ্যানের বুকে!

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by HETAL MISTRY 

বিকল্পের সন্ধান


উঠে আসুক আবার কোথাও হতে দ্রাবিত ঝঞ্ঝা,
ঝরে যাক বুক খুলে যুগের ঘনীভূত বেদনা,
অনাহূত বৃষ্টির রূপে ভিজিয়ে যাক 
তার প্রান্তবর্তী ভালবাসা,
লিখে রাখে কে যেন 
পূর্ব বিহানে,
আকাশের গায়ে রক্তিম মেঘের ভাষায় ব্যথিত 
জীবনের কবিতা, ভেসে ওঠে সুদুর বন্য 
প্রান্তরে আহত জনের করুণ কাহিনী,
মহানগরের উপকূল সীমান্তে 
ওই ঘিঞ্জি সরু পথের 
কাছে জেগে রয় 
অস্পষ্ট 
গোঙানি, সময় হেঁটে চলেছে উড়ান পুলের দিকে 
ঝুলিয়ে বগলে মিথ্যা স্বপ্নের ঝুলি, ওই 
চৌরাস্তায়, বিগত কালের মধ্য -
রাতে, জীবন হারিয়ে
এসেছে একমাত্র 
সম্বল !
দেহ ও প্রাণের পলকা সেতু, তথাকথিত বেঁচে 
থাকার বিকল্প - - 

- শান্তনু সান্যাল
Outlook - painting by Iman Maleki