পৃথিবী যখন বহু দূর
ভাঙন, স্পষ্ট জানিয়ে গেছে রিক্ত মরু ভূমির
অভিশপ্ত জীবন, কাজেই মৌন অদৃশ্য
সম্পর্ক গড়ে যাওয়া, অলিখিত
অকথিত দুইজনের মাঝে
বোঝাপড়া, মন্দ
বলতে
কিছুই নাই, এক চুক্তি অপরিচিত নিঃশ্বাসের -
বিনিময়, বৈধ অবৈধ এই আদান প্রদানে
অর্থহীন, কলঙ্ক জড়িয়ে গায়ে এক
অপরূপ পথে এগিয়ে যাওয়া,
সুখেও বৃষ্টি দুঃখেও বৃষ্টি
শ্রাবণ শুধুই জানে
অবিরল ঝরে
যাওয়া, এই পথের অন্ত নাই, না কোনো বিশেষ
গন্তব্য, কেবল দিবস রজনী বিরামহীন
দীর্ঘ যাত্রা, সে এক মহা প্রবহমান
তাই জীবনের জলবায়ু যায়
বদলিয়ে, যদিও পথিক
টের পায় না, সেই
আবেশের
প্রবাহে সে বহে যায় বহু দূর যেখানে আপন ও
পরকের ভেদ হয় উঠে বেমানান, পৃথিবী
রয়ে যায় পিছনে, আকাশের অদ্ভূত
জগত করে চলে আলিঙ্গনবদ্ধ,
জীবন তখন ফিরে চায়
না অতীতের পৃষ্ঠা,
সে এখন এক
অশরীরী
জীব, ভেসে যেতে চায় উন্মুক্ত ভাবে শুন্যের পথে.