বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

উদ্বর্তনের সারাংশ - -

কোথায় আছে, জানি না এই পথের শেষ বিন্দু !
বহে চলেছি তার প্রণয়ের প্রবাহে জানি 
না কোথায়, এক রহস্যময় 
কুহক, এক কুয়াশা 
ভরা অনুরণন 
ডাকে 
শুধু, সুদুর হতে হৃদয়ের খুব কাছে ! কি যেন 
ভেসে উঠতে চায় গভীর উপত্যকার 
বুক থেকে, করতে চায় নিগূঢ়
মর্মের রহস্য উদঘাটন,
খুলতে চায় যেন 
ভাবনার 
বন্ধ কপাট, বলতে চায় অনেক কিছু যা বলা 
হয় নি কোনো দিন, কিংবা তার সত্তার 
মোহন মায়ায় করতে চায় সে 
নিলীন, অনিশ্চয়তার 
ডগায় ঝুলে 
রয় জীবন, আকাশ ও পৃথিবীর মাঝে, ওই -
মহাশুন্যে খুঁজে অস্তিত্ব, সৃষ্টির 
ইতিহাস, উদ্বর্তনের 
সারাংশ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
unknown source art 3