সেই আবর্তন বিন্দু তে রেখে এসেছি
বিরোগ, নঞর্থকতা, বিদ্বেশীয় ভাবনা
অধিকিন্তু লেগেছি ভালবাসতে জীবন
সেই বাঁক শীর্ষ বিন্দুতে, বর্ষার সাঁঝে
আদ্র সংবেদনায় দেখেছি কিশোর স্বপ্ন
পরিপক্ব ভাবে সেই উত্ফুল্ল মৃগ নয়নে -
তড়িত আলোয় সহসা হারিয়েছি আমি
শিশুসুলভ হৃদি খানি, তোমার সুক্ষ্ম হাতে
সেই রাতে, তুমুল বৃষ্টিতে ভিজে ছিল
অন্তঃপুর , দেহ ও প্রাণ একাকার
লিখেছিলেম প্রথম প্রেম পত্র অন্তে
চার দিগে ছড়ানো চিরকুটের মাঝে
আমি জানি না কোথায় হইতে
এসেছিল আগুন্তুক কবিতার বাতাস
করে গিয়ে ছিল ঠিক ,সমস্ত বানানের
ত্রুটি ,শব্দে সুরুভি ও ভাসে সেই দিন
জেনে ছিলেম আমি, এই মিষ্টি আভাসে
পুরুষালি বৃন্তে ফুটে ছিল পাষাণী ফুল
তোমার স্পর্শে যেন ছিল মোহিনী মন্ত্র
সহজে হিংস ভাবনারা পোষ মেনে, করে
ছিল আত্মসমর্পণ - - - -
- শান্তনু সান্যাল