সে যেন এক জলরং ছবি ভেসে রয়,
নিজের মাঝে নিজেই অদৃশ্য
প্রবাহে, শিল্পীর তুলি
তাকে বেঁধে
রাখতে
পারে না, সে যেন জন্মগত এক - -
উন্মুক্ত পাখি, পোষ মানে
না, বহু দিন পিঞ্জরে
থাকা সত্তেও
উড়ে
যায় একটু ফাঁক পেলেই, আর ফিরে
আসে না, সে তখন সমস্ত
পরিচিত অনুনাদের
বাইরে, অদৃশ্য
সত্তার
দখলে, পৃথিবী তখন তার সামনে -
যেন এক বৃহৎ, জ্বলনশীল
কর্পূর পিণ্ড, ধীরে -
ধীরে
বিলীনতার পথে অগ্রসর, পঞ্চ তত্বে
লীন, আর অন্তহীন
নীরবতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
in the mist
নিজের মাঝে নিজেই অদৃশ্য
প্রবাহে, শিল্পীর তুলি
তাকে বেঁধে
রাখতে
পারে না, সে যেন জন্মগত এক - -
উন্মুক্ত পাখি, পোষ মানে
না, বহু দিন পিঞ্জরে
থাকা সত্তেও
উড়ে
যায় একটু ফাঁক পেলেই, আর ফিরে
আসে না, সে তখন সমস্ত
পরিচিত অনুনাদের
বাইরে, অদৃশ্য
সত্তার
দখলে, পৃথিবী তখন তার সামনে -
যেন এক বৃহৎ, জ্বলনশীল
কর্পূর পিণ্ড, ধীরে -
ধীরে
বিলীনতার পথে অগ্রসর, পঞ্চ তত্বে
লীন, আর অন্তহীন
নীরবতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
in the mist