রবিবার, ৩০ জুন, ২০১৩

কিছু অস্পষ্ট প্রতিফলন - -

কিছু অস্পষ্ট প্রতিফলন প্রায়ই দেখি তার 
ভাবনার আলো ছায়ার মাঝে !
মনে হয় সে যেন কোথায় 
ভালবাসে আমায়, 
কিংবা 
মরীচিকার পিছনে আমি ধেয়ে যাই - - 
অলীক আড়ম্বরের বশীভূত !
নিয়ে শুন্য বুকে অজানা 
ছায়াপথের মায়া, 
অথবা 
সুদূরের কোনো এক মরুদ্যানের সমীরণ 
ভরে যায় দগ্ধ হৃদয়ে কিছু ক্ষণের 
শ্রাবণী আভাস ! অদৃশ্য -
পরশ ছুঁয়ে যায় 
বারংবার 
আমার অভিশাপিত জীবন, নিয়ে চোখে 
নবজন্মের বরদান, রেখে যায় 
নিঃশব্দ ভাবে, শেষ প্রহরে 
কিছু স্বপ্নীল উপহার,
আমার মনের 
দ্বারে - - 
* * 
- শান্তনু সান্যাল  

শনিবার, ২৯ জুন, ২০১৩

নদীর আলিঙ্গন - -

রাত্রি আসে যায় নিজের লয়ে, ওই নিঃশ্বাসের 
ওঠানামার মাঝে জীবন তরণী ভেসে 
যায় স্বপ্নীল উজানের প্রবাহে !
সুদুর অন্ধকারে সে 
এক ভাসন্ত 
নীল আলোর দ্বীপ, অথবা তোমার প্রেমের - 
অবুঝ কিছু আশার প্রদীপ, জ্বলে রয় 
সারা রাত নিয়ে বুকে ভোরের 
মিলন বিন্দু, তীরের 
জোনাকিরা  
কথা কয় মৌন ভাষায়, শান্ত নদীর তরঙ - -
চেয়ে রয় নির্বাক, উড়ন্ত আলোকিত 
ডানার মায়া, তোমার স্পন্দনে 
জেগে থাকে আমার 
কবিতার 
কিছু জীবন্ত বর্ণমালা, কিছু এলোমেলো চন্দ্র 
বিন্দু, কিছু আবছা বিসর্গ ! তুমি 
খুঁজে চলেছ আমার দেহ ও 
প্রাণে ক্রমশঃ নোঙ্গর 
স্থান, আমি 
তখন 
সরে যাওয়া তীর ভূমি দৌড়িয়ে ছুঁতে চাই - -
তোমার অস্থির তরী !
* * 
- শান্তনু সান্যাল 

জুড়ান বিন্দু - -

অনেক দিনের জমানো মেঘ যেন ঝরে যেতে 
চায় অবিরাম লয়ে, শতবর্ষের তৃষা 
নিয়ে উন্মুক্ত বুকে চেয়ে 
আছে দগ্ধ পৃথিবী !
আকাশের 
দিকে,
তার প্রেমের গহ্বরে লুকিয়ে আছে জানি না -
কত যে গোপন অগ্নি পথ, কত যে 
প্রসুপ্ত আগ্নেয় গিরি ! ওই 
ভূমিগত এঁদোগলির 
নির্গত দ্বারের 
ঠিকানা 
কেউ জানে না, শুধুই এক অনুমান, সঘন 
তিমিরে, জীবন খুঁজে জুড়ান বিন্দু,
দেহ ও প্রাণের বাহির সে 
এক শাশ্বত প্রণয়ের 
শীর্ষ স্থান !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Le Tramway a Lille

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

আত্ম সুরভি - -

ওই ভাবে নিজে কে উজাড় করে ভালবাসা 
চাই নি আমি, কিছু নিজের জন্য 
আত্ম সুরভি যদি রাখো !
ক্ষতি কি, তোমার 
ওই দুর্বলতার 
আড়ালে 
জীবন দাঁড়িয়ে রয় নিরুপায় সেটা ত আমি 
চাই নি, এমন একটা পরিকল্পনা যদি 
হত, যেখানে প্রেমের সংজ্ঞা 
নিত অন্তরিক্ষের 
বিশালতা !
তোমার চোখের সেই সামুদ্রিক গভীরতায় 
হয় ত ভেসে উঠত বহুমূল্য ভাবনার 
রত্ন মাণিক ! করে যেত নীল 
আলোর উন্মুক্ত 
অনুদান,
উদ্ভাসিত সেই প্রতিফলনে হয় ত আমার -
দেহ ও প্রাণ হয় উঠত নির্মল জলের
মত আলোকভেদ্য - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 8

বুধবার, ২৬ জুন, ২০১৩

সকালের ঘুমের মত - -

একটানা বৃষ্টি থেমেছে তখন, লোড শেডিংএর 
কোনো এক সন্ধ্যা, হাওয়ায় সেঁতসেঁতে 
ভাব !ওই মধ্যযুগীন অলিন্দের 
ঠিক এক কোণায়, ভেজা 
অন্ধকারে ছুঁয়ে ছিল 
কি যেন -
উষ্ণ কম্পিত অনুভূতি, ঠিক ঘাম ভেজা আধ 
খোলা বুকের উপরে, লিখে ছিল আঙ্গুলের 
ডগায়, কি যেন মৌন ভাষার এক 
পুঁচকে কবিতা, জানতে 
চেয়ে ছিল তার 
শীর্ষক !
আমি কিন্তু গুলিয়ে ফেলেছি, সঠিক উত্তর না  -
পেয়ে সে অস্ফুট শব্দে বলেছিল - এ কি 
সব কিছুই যে নোনতা ! শুনেছি 
যে ওই নোনা জলের অরণ্যে 
মৌচাক ঝুলে রয় উচ্চ 
শাখায় - - 
তার ওই চাপা খিলখিল হাসির মাঝে খুঁজতে  -
চেয়েছিলাম মধুর স্বপ্নের বাসভূমি !
বৃষ্টি বনের কিছু যাযাবর -
বহুরঙ্গী প্রজাপতির 
ডানা, কত দূর 
গেছি - - 
সেই মায়াবী আঁধারের পিছনে সেটা থাক - - -
আজ মেঘে ঢাকা - - ! অনেক সময় 
মেঘাচ্ছন্ন আকাশ ভালোই 
লাগে ঠিক সকালের 
ঘুমের মত !
* * 
- শান্তনু সান্যাল 
art by David Drummond

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

অরণ্য লতা - -

সবে ত শুরু, সর্পিল পথের যাত্রা, এখনো 
অনেক বাকি জীবনের সন্ধান,
অনেক কথা এখনো 
আছে বুকের 
আঁধারে 
কিছু জাগরিত কিছু আধ ঘুমন্ত, এখনই 
বল না ফিরে যাই ! সুদুর প্রান্তরে, 
ওই ঝিমন্ত পাহাড়ের গায়ে 
কিছু স্বপ্নীল জোনাকি,
অবিরত লয়ে 
গেয়ে যায় আলোর গান, কোথায় যেন -
অপ্রত্যাশিত ভাবে, তোমার প্রেম 
জড়িয়ে আছে আমার দেহ 
ও প্রাণে, অরণ্য লতা 
রূপে, খুবই 
কঠিন, এই মুহুর্তে তাকে সহজে সরানো !
থাক না স্বাভাবিকভাবে নিঃশব্দ 
লতানো বুকের অনেক 
কাছে, নিঃশ্বাসের 
জন্য, প্রাণ -
বায়ুর মূল্যাঙ্কন, কবিতার শব্দে বোঝানো 
খুবই মুশকিল - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by asha-sudhaker-shenoy

সোমবার, ২৪ জুন, ২০১৩

একাধিক ভাঙন !

সিক্ত চোখের কাহিনী ভুলে যেতে চাই,
খুঁজো না আমায় ওই পাতাঝরা 
ঋতুর মাঝে, এখনো 
বুকে জেগে 
আছে 
অর্ধেক দেখা স্বপ্নের কুহক, এখনো - -
রাত অনেক বাকি, তোমার 
কথা অনুযায়ী আমি 
আবার দেখতে 
উৎসুক
নিজের হারানো চেহারা, তোমার ওই 
চির গভীর চোখের মাঝে ! তুমি 
কি এখনো সামলিয়ে রেখেছ 
চির হরিত শপথের 
মালা ! জড়িয়ে 
আছো কি 
আজ ও আমার প্রণয়ের গন্ধ সারাটা 
দেহ ও প্রাণ জুড়ে, হয় ত আজ 
অব্দি তোমার বুকের ওই 
পাগল তরঙ্গ খুঁজে 
চলেছে -
আমার অস্তিত্বের চিরস্থায়ী উপকূল - - 
তাই অস্থির জীবন চেয়ে আছে 
পুনরায় একাধিক 
ভাঙন !
* * 
- শান্তনু সান্যাল 
art by NADINE RAMELB

রবিবার, ২৩ জুন, ২০১৩

অপ্রত্যাশিত বাসনা - -

তার অদৃশ্যমান মৃগয়ার অর্থ খুঁজতে চায় মন,
যেন শিকার নিজেই ধেয়ে যেতে চায় 
জীবান্তকের সম্মুখে ! স্বেচ্ছায় 
আত্ম সমর্পণ, ওই মৌন 
চোখের ভাষা 
লিখে 
যায় লিপি বিহীন কাব্য হৃদয়াঞ্চলে, জীবনে - -
অপ্রত্যাশিত পরিবর্তনের সূত্রপাত, এক 
ভুলো ভুলো ভাবের আরভমান,
প্রণয়ের ঘুঁড়ি ভাবনার 
সুতো ধরে যেন 
উড়ে যেতে 
চায় 
মেঘলা আকাশে, উন্মুক্ত উড়ান ! সব কিছু -
ভুলিয়ে, পৃথিবী তখন অচেনা গৃহ, শুধু 
নজরে তখন সেই অদ্ভুত তীরের 
কামনা, বুক চায় যেন 
গভীর বিঁধান,
মধুর 
ক্ষতের দীর্ঘ অভিলাষ, অপরিভাষিত মিষ্টি - - 
আঘাত !
* * 
- শান্তনু সান্যাল 
art by Leonid Afremov 

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

উদ্বর্তনের সারাংশ - -

কোথায় আছে, জানি না এই পথের শেষ বিন্দু !
বহে চলেছি তার প্রণয়ের প্রবাহে জানি 
না কোথায়, এক রহস্যময় 
কুহক, এক কুয়াশা 
ভরা অনুরণন 
ডাকে 
শুধু, সুদুর হতে হৃদয়ের খুব কাছে ! কি যেন 
ভেসে উঠতে চায় গভীর উপত্যকার 
বুক থেকে, করতে চায় নিগূঢ়
মর্মের রহস্য উদঘাটন,
খুলতে চায় যেন 
ভাবনার 
বন্ধ কপাট, বলতে চায় অনেক কিছু যা বলা 
হয় নি কোনো দিন, কিংবা তার সত্তার 
মোহন মায়ায় করতে চায় সে 
নিলীন, অনিশ্চয়তার 
ডগায় ঝুলে 
রয় জীবন, আকাশ ও পৃথিবীর মাঝে, ওই -
মহাশুন্যে খুঁজে অস্তিত্ব, সৃষ্টির 
ইতিহাস, উদ্বর্তনের 
সারাংশ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
unknown source art 3

বুধবার, ১৯ জুন, ২০১৩

নীরব চোখের স্বীকৃতি - -

ওই উন্মাদনের আছে এক অপরূপ সৌন্দর্য্য - -
যেখানে কল্পনা ও বাস্তবের মাঝে থাকে 
না কোনো ভেদাভেদ ! ভাবনারা 
বহে যায় অজানা স্রোতে 
অনায়াস, সুদুর 
প্রান্তরে, 
ঝরে যেন থেমে থেমে বৃষ্টি তার চোখের পরশে 
লুকিয়ে রয়, চন্দন অরণ্যের ছায়া সঘন,
জীবনের তৃষ্ণা যায় ক্ষণে ক্ষণে 
বেড়ে, সুপ্ত ঊষর ভূমির 
বুকে জাগে কিছু 
হরিত 
স্বপ্নের চারা, এক অদ্ভুত অনুভূতির মাঝে - - 
জীবন খুঁজে তার ভালবাসার উত্স, 
তাকে পরিপূর্ণ ভাবে হৃদয়ে 
আত্মভূত করার 
মাধ্যম,
কিছু অপ্রকাশিত কবিতা চায় যেন তার অধর 
ছুঁতে সহসা, সে তখন গুরুগম্ভীর মানুষ 
চেয়ে রয় নিয়ে চোখে এক 
সম্পাদকীয় দৃষ্টি !
আর মনের 
অবস্থা 
তখন কাচিক পথের যাত্রী, আশঙ্কিত বুকে - - 
দাঁড়িয়ে রয় তার সম্মুখে নিয়ে হাতে 
কিছু অর্ধ মুকুলিত রজনীগন্ধার 
গুচ্ছ, কম্পিত স্পন্দনের 
সাথে, বুঝতে 
আগ্রহী 
তার নীরব চোখের স্বীকৃতি, যেন এক অগ্নি 
পরীক্ষার মুখোমুখি !
* * 
- শান্তনু সান্যাল 

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

কল্পনার অতিক্রম !

নদী ও সাগরের মাঝে শর্ত বলতে কিছু হয় কি, 
প্রায়ই ভাবে মন একান্তে ! ওই মিলন 
বিন্দুর তীরে হয় ত হারিয়ে 
এসেছি হৃদয়ের 
গাঁজন, 
নিঃশ্বাসের লেখচিত্র, বহুমূল্য অনুভূতি, তার -
পরিপূর্ণ নিমজ্জনের জন্য হয় ত ছিল 
আমার চোখে মৌন আমন্ত্রণ !
অথবা এক নৈসর্গিক 
টানে সে গেছে 
মিশে -
গভীর অন্তরতমে, বুকের তরঙ্গে সম্পূর্ণ বিলীন,
দেহের সংজ্ঞা তখন জীববিজ্ঞানের বাইরে, 
দুই প্রাণের একীকরণ হয় ত গেছে 
ডিঙিয়ে সামাজিক সমস্ত 
লক্ষণরেখা কিংবা 
পৃথিবী ও 
আকাশের মাঝে প্রকৃত দিগন্তের জীবন্ত হয়ে 
ওঠা, চোখের তীরে বিন্দু বিন্দু 
পরিতোষের জল ফোঁটা !
অধর হতে সিক্ত 
মধুর গন্ধ 
ঝরা,
বলা মুশকিল ওই মুহুর্তে জীবনের পরিপূর্ণতা,
হয় ত ছিল কল্পনার অতিক্রম !
* * 
- শান্তনু সান্যাল 
midnight-blue art by victoria-chattopadhyay

রবিবার, ১৬ জুন, ২০১৩

সীমান্তহীন যাত্রী - -

কখনো অবিরল বর্ষণের সে এক রাত্রি, পৃথিবীর 
বুকে করে যায় সিক্ত কম্পন, আবার 
কখনো অ - নিবন্ত, অরণ্য 
আগুনের রূপে সে 
ছড়িয়ে যায়,
ধুসর 
পাহাড়ের গা ছুঁয়ে দিগন্ত পার, তার প্রেমের সীমানা 
কল্পনার বাইরে, সে এক চির উড়ন্ত চেতনা, 
ধরে রাখা সহজ কোথায়, লুকিয়ে 
রয় মেঘের ধরাতলে 
অন্তঃশীল -
অশনি সংকেতের রূপে, আচমকা ঝলসিয়ে যায় - 
জীবনের শান্ত সরোবর, তার ওই বিক্ষিপ্ত 
আবেগের গতি বহে যায় অগোছাল 
ভাবে যেখানে ইচ্ছে সেই 
দিকে, মানুষ 
নির্মিত 
সমস্ত প্রতিবন্ধক, তখন নিমিষে কাচের মত যায় 
ভেঙ্গে, মিহি বজ্র কণা শুধু ভেসে রয় 
সে মুহুর্তে মাতাল বাতাসে !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
wild rose - - unknown source 

শনিবার, ১৫ জুন, ২০১৩

কাঁটাতারের সীমানা - -

বিগত রাতের প্রগাঢ় অন্ধকারে, সে গেছে 
ছুঁয়ে নিষিদ্ধ অন্তরতমের বহু -
অনাবিষ্কৃত ভূভাগ !
কাঁটাতারের 
সীমানা
পার করে অনেক গভীরে, তবুও যেন - - 
তার মরু তৃষ্ণা এখনো ভবঘুরে,
জানি না কিসের আগুন 
ছুঁয়ে আছে তার 
ওই - -
বহ্নিমান অধর তীরে, হৃদয়ের আনুপূর্বিক 
সজলতা ও ঢেলে, সে এখনো আছে 
চির শুকনো বালিয়াড়ী, 
তার এই আকুল 
পিপাসার 
মাঝে জীবন খুঁজে কিছু নবীন কুহকের -
মন্ত্র, কিছু জোরাল মোহপাশ বেঁধে 
রাখতে চায় দেহ ও প্রাণে 
জীবন তার প্রেমের 
মন্ত্রমুগ্ধতা !
* * 
- শান্তনু সান্যাল 

barbed mystery 

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

নীরব চোখের ভাষা - -

জীবনের ওই সাদা কালো অ্যালবামের মাঝেও 
হৃদয় খুঁজে, রঙ্গীন আকাশের ছায়া, এক 
সজল সন্ধ্যা ! কবিতার গন্ধে
ভরা, এক সান্নিধ্য 
স্বপ্নীল রঙ্গে 
আঁকা !
তার নীরব চোখের ভাষায় আছে কত সুপ্ত -
সাধের অভিলাষা, তাই দিনান্তে, মন 
চায় নিশি পুষ্পের অনুরূপ 
ক্লান্ত অস্তিত্ব কে 
ঢালা, 
তার মৌন চাহিদার সূচী খুবই সংক্ষিপ্ত, এক 
মধুর হাসির মাঝে যেন রয়েছে গুটিয়ে 
তারক ভরা আকাশের বিস্তীর্ণ 
শামিয়ানা ! 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
hot horizon - unknown source

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

সংজ্ঞার বাহিরে - -

সে এক তৃষ্ণা কি স্পৃহা, কিছুও হতে পারে !
দোহন কি দহন শুধুই শব্দের বাঁক,
তার নয়নের বাসনা সংজ্ঞার 
বাহিরে, লিখে যায় প্রতি 
মুহুর্তে নব নতুন 
কবিতা !
জানালার ওই পারে চির গুজবের জমাট, - 
মেঘ নিয়ে তর্কাতর্কি, আকাশ যেন 
বেপরোয়া যখন ইচ্ছে তখন 
যাবে ভিজিয়ে, পৃথিবীর 
বিলাপ সে শুনে 
কোথায় !
সে প্রেম কি রিরংসা বলা মুশকিল শুধুই 
চোখের দর্শন, যে যার মতে টেনে 
যায় নিম্নরেখা, কখন শ্যাম 
কখন রঙ্গীন, নিসর্গ -
নিজের কাজ 
করে যায় 
সহজ অনবরত ভাবে, শিরোনামে কি - -
বা আসে যায়, পরস্পর চোখের 
মাঝের অদৃশ্য বক্ররেখা,
সরাসরি বিদ্ধ করে 
অন্তর,
জীবন যায় বদলিয়ে অপ্রত্যাশিত রূপে !
* * 
- শান্তনু সান্যাল 

বুধবার, ১২ জুন, ২০১৩

দিনলিপির ছেঁড়া পৃষ্ঠা হতে - -

স্বপ্ন দৃষ্টা সে এক অদ্ভুত প্রতিফলন, প্রায়ই বেরিয়ে
আসতে চায় আয়নার বাইরে, বাধ্য করে 
তোমায় ভালবাসতে, তাই বিষন্ন 
সন্ধ্যার আবছা আলোর 
মাঝে মন খুঁজে 
তোমার 
ঠিকানা, কিছু সুরুক যে সময়ের সাথে গেছে ক্ষয়ে,
ওই দিনলিপির জর্জর পৃষ্ঠে হৃদয় চায় 
পুনরায় পড়তে, কিছু কবিতা 
কি অকবিতার মাঝে 
জীবন খুঁজে 
প্রথম 
প্রণয় প্রতিশ্রুতি, সে এক বিস্মৃত বর্ষণ মুখর সন্ধ্যা,
দীর্ঘ নীরবতার পরে কম্পিত স্পর্শ, শিরায় 
শিরায় এক অমত্র্য অনুভূতি, পৃথিবী 
তখন সুদুর শুন্যে দোলায়মান, 
নিঃশ্বাসের ওঠা নামার 
শব্দের ছাড়া 
ওই -
মুহুর্তে কিছুই মনে ছিল না, জানালার অপর পারে 
জন অরণ্য তখন বিরলতার পথে, যেন 
এক মহাকায় সাগর তরঙ্গ নিমিষে 
গিলে গেছে রাজপথের 
কোলাহল, 
এক 
বিচিত্র নিস্তব্ধতার মাঝে আমরাও হারিয়ে গেছি 
জানি না, কোন এক অচিন উপগ্রহের 
রহস্যময়ী আবর্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Donna McGee

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

নিঃশব্দ দহন - -

আজ সন্ধ্যার এক পশলা বৃষ্টির সাথে সে 
রেখে গেছে মনের দোরগোড়ায় 
এক সুন্দর রেশ, অজানা 
রেশমী স্পর্শ !
কিছু 
নিশিপালনের জন্য খোলা চোখের স্বপ্ন, 
ওই জলো অনুভূতির আছে -
নিজস্ব আকর্ষণ ধরে 
রয় হৃদয় জুড়ে 
অবচেতন 
ভাব, 
তার প্রেমের প্রহেলিকার গ্রন্থী খুলতে - 
গিয়ে দেখি সব কিছু এলোমেলো,
বিভ্রান্তিকর ব্রততী জড়িয়ে 
চলেছে দেহ ও প্রাণে,
আকাশ তখন 
পৃথিবীর 
বুকে বিলিয়ে শেষ মেঘের বিগলন হতে 
চায় দায় মুক্ত, হৃদয়ের মাঝে এখন
অবাঞ্ছিত আবেগ ধারা বহে 
যায় অগ্নি প্রবাহ 
রূপে !
সারা রাত জীবনের মরু প্রান্তর জ্বলে 
নিবে, জোনাকির নিঃশব্দ 
ডানার তলে - - 
* * 
- শান্তনু সান্যাল 
Sheltering on the beach Llansteffan ART BY MC

সোমবার, ১০ জুন, ২০১৩

পরিপূর্ণ প্রস্ফুটন - -

বাস্তবিকতার দোহাই আর ভালো লাগে না,
ওই প্লাস্টার খসা দেয়াল, ভাঙা 
সিড়ির ধাপ, উনুনের 
উঠন্ত ধোঁয়া,
সদর 
দরজায় দাঁড়ানো আইবুড়ো প্রত্যাশার পথ 
চাওয়া, মান্ধাতা আমলের ওই 
মেঝের উপরে আদর্শ 
নৈতিকতার 
শ্যাওলা,
যত সব মুখোশের ভিতরে ভণ্ডামি, জীবন 
চায় উন্মুক্ত উড়ান, স্বপ্ন কে দৌড়িয়ে 
আস্ত ধরা, প্রজাপতির ডানায় 
কবিতার শীর্ষ বিন্দুর 
সন্ধান, আকাশ 
মুখী ওই 
উড়ন্ত হাইওয়ের সাথে সুদুর দিগন্তে উড়ে -
যাওয়া, জোর করে জীবনে এক 
পরিবর্তন আনা, যেখানে 
অবসাদ, পরাজয় 
অর্থহীন !
তোমার ওই বাসী, ফ্যাকাশে হাসির মাঝে 
কিছু ফুলের গন্ধ ভরা, বলুক তারা 
যা ইচ্ছে, আমি আর হতে 
চাই না রাস্তার দেয়াল
জুড়ে লেখা 
ওই -
মিথ্যে শ্লোগান, হৃদয় চায় পরিপূর্ণ প্রস্ফুটন !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
artist- Suren Nersisyan