শুক্রবার, ৮ জুন, ২০১২


স্মৃতির সৈকতে 
দিগন্ত পারে  ভেঙ্গেছে ; প্রাক মৌসুমী মেঘের দল, 
মাঝে মাঝে তাই ভিজে আসে; ভাবনার 
তপ্ত সমীরণ, সে পাঠিয়েছিল 
স্বপ্নের হাতে সুরভিত 
চিঠি; সিক্ত গন্ধ 
কেবল 
রইলো বুকের ভিতরে, মুছে গেছে জীবন্ত শব্দের 
চিত্রাঙ্কন বর্ষার সাথে, ভেসে যায় সুদূরে 
বহিত্র অজানা, হঠাৎ দেখি ওই 
মধ্য সাগরে সে উধাও 
নিমেষে,
উর্মিমালার প্রবাহে হয় ত ফিরে আসবে কিছু 
মিঠা অনুভূতি, সেই আশায় বোধ হয় 
ভেসে রয়  সৈকতে, কিছু উধ্বস্ত 
জলজ বনস্পতি - - 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
rain clouds 

অল্পকালীন বর্ষণ 
আঁধার  আলোর দ্বন্দ্বের মাঝে উলঙ্গ অস্তিত্ব;
খুবই নিরীহ,নিরূপায় দাঁড়িয়ে ছিল 
আয়নার  সম্মুখীন, উপভুক্ত 
দেহের আত্মা তখন 
নির্বাপিত পূর্ণ 
বিলীন,
খণ্ডিত কায়া খুঁজে চলেছে নিজস্ব মাংসপেশী, 
অস্থি পাঁজর, রক্ত কণিকা, প্রাণবায়ু ;
অপরপক্ষে দেখি সে হয় উঠেছে 
পরিপূর্ণ দহন, ঝলসিয়ে 
দিতে  চায় 
বাদবাকি পুরুষালি দর্প, ছদ্মবেশী অহংকার,
পরাভব কি জয়ের চাপা হাসি স্পষ্ট 
রূপে তখন ভেসে উঠতে চায়,
তার রহস্যময়ী মুখপানে, 
যেন এক পশলা 
বৃষ্টির দিকে
আঙ্গুল দেখিয়ে নালিশ করে তপ্ত তৃষিত মরু -
ভূমি, শুধুই ধরাতল ছুঁয়ে যেন মেঘের 
উড়ে যাওয়া, বালুময় পাহাড়ের 
গর্ভে স্বপ্নের বীজাণু যেন 
অর্ধমৃত; বাড়িয়ে
দুই হাত 
বলে - আরও চাই সঘন একটানা বর্ষণ - - - 
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
paintings by kirstie cohen