শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

প্রত্যাশার অন্তরালে - -

এখনো থেমে আছে মধুমাসের আবেগ প্রবণতা,
জীবন ধরতে চায় উড়ন্ত শিমুল তুলোর
ঠিকানা, এখনো বাসন্তী আভাস
করে যায় আত্ম বিভোর,
ওই পল্লব বিহীন
তরুশাখায়
আজ ও
লেগে আছে বিগত রাতের শিশির সিক্ত স্পর্শ,
সহজ কোথায়, চির প্রণয়ী হৃদয়ের
নিবৃত্তি ! ক্রমাগত দহন প্রতি -
দহন, অহর্নিশ স্বপ্নের
ভাঙা গড়ার
মাঝে
তার চিরন্তন সন্ধান, এখনো জীবন রয়েছে
অনিঃশেষিত, নিয়ে বুকে সজল
ভাবনার তরঙ্গিত
তীরভূমি - -
* *
- শান্তনু সান্যাল