সারা রাত সে ছিল জড়িয়ে প্রগাঢ় ভাবে -
বাহ্য অঙ্গ প্রত্যঙ্গ, পরিপূর্ণ দৈহিক
আধিপত্য, তত্সত্তেও
অন্তরতমের -
তটভূমি
রইলো অপ্রভাবিত, অখণ্ড যথারীতি - -
নিজের জায়গা অটুট, যদিও
মাঝ প্রবাহ হতে বহু
বার উঠেছে
ঘূর্ণিঝড়,
ওই ক্ষণিক আবেশের ভাঙন ছাড়া কিছুই
এমন ঘটে নি, স্বাভাবিকভাবে -
হৃদয় স্পন্দন, লিখে গেছে
গোপনীয় মুহুর্তের
কবিতা !
বিহানের আবছা আলোয় দেখি ফিরে - -
গেছে সমস্ত জলোচ্ছ্বাস, বেলোর্মির
ওই ফিরে যাওয়ার পথে
দেহ যেন রঙ্গীন
ভাঙা
ঝিনুকের খোল, খুঁজে চলেছে সৈকতের - -
গায়ে হারানো মূক্তা মণি, তীব্র
অভিলাষ নিয়ে বুকে !
* *
- শান্তনু সান্যাল
silence