শনিবার, ১৫ মার্চ, ২০১৪

ক্ষণস্থায়ী কুহক - -

মসৃণ পাতার বুকে জমানো, জল  
বিন্দুর আয়ু ছিল খুবই অল্প, 
সূর্যের প্রথম কিরণের 
সাথে গেছে  
সহজে 
হারিয়ে, সে তার ভালবাসা ছিল 
কিংবা অবুঝ, ছায়াবৃত
প্রহেলিকা, তফাৎ
বুঝতে গিয়ে 
দেখি সব 
কিছু যেন রঙীন বুদবুদ, দেখতে 
না দেখতে অদৃশ্য, মায়াবী 
হাসির মাঝে ছিল 
মুক্তোর 
ইন্দ্রধনু কি হৃদয়ের প্রতিফলন -
ছোঁয়ার অভিলাষ ঘনিয়ে 
ওঠার আগে, ক্রমশঃ 
তার কুহক 
গেছে 
হারিয়ে অজানা দিগন্তের পথে - -

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
dew droplets