জীবনের জট পাকানো পথে, কে আর
কখন, কোন রূপে হাত বাড়িয়ে
সব কিছুই নিমিষে, যাবে
বদলিয়ে বলা খুবই
মুশকিল !
ওই মোড়ে যেখানে খুব কাছের মানুষ
অপ্রত্যাশিত ভাবে গেছে দূর সরে,
আবার দেখি কিছু দূর
আঁধার পেরিয়ে
তুমি আছো
দাঁড়ায়ে, কখনো আলোর রূপে কখনো
অদৃশ্য পরশে, দিয়ে যাও চন্দনের
বিলেপন, যেন ডুবন্ত নৌকো
শেষ মুহূর্তে খুঁজে পায়
বিলুপ্ত কিনারা !
তোমার
ওই অপরিমেয় রূপ চিরদিনই বিস্মিত
করে যায় - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Contemporary Artist Filomena de Andrade Booth
কখন, কোন রূপে হাত বাড়িয়ে
সব কিছুই নিমিষে, যাবে
বদলিয়ে বলা খুবই
মুশকিল !
ওই মোড়ে যেখানে খুব কাছের মানুষ
অপ্রত্যাশিত ভাবে গেছে দূর সরে,
আবার দেখি কিছু দূর
আঁধার পেরিয়ে
তুমি আছো
দাঁড়ায়ে, কখনো আলোর রূপে কখনো
অদৃশ্য পরশে, দিয়ে যাও চন্দনের
বিলেপন, যেন ডুবন্ত নৌকো
শেষ মুহূর্তে খুঁজে পায়
বিলুপ্ত কিনারা !
তোমার
ওই অপরিমেয় রূপ চিরদিনই বিস্মিত
করে যায় - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Contemporary Artist Filomena de Andrade Booth