সোমবার, ১৬ মে, ২০১১

নতুন গ্রহের সন্ধানে -

নবীন গুরুত্বে সৃষ্টির উদ্ভাসন
অসাধারণ মায়ায় জড়িত সে ভূমি
স্বপ্নের ওপারে করে বিমোহিত
শ্বাসরোধের মাঝে এই অমূর্ত প্রেম
চাহে শিকল মুক্তি, এক ভিন্ন সন্ধ্যা 
মৃত ভাবনার পুনর্জীবন
ওই সরু সোনালী রেখায়,কিছু
তুষার বিন্দু চেয়ে আছে
জীবনের দিগে কিছু ক্ষণের জন্য
এক মধুরিম উচ্ছ্বাস, অল্প
মুচকি হাসি, বৃন্তের অবহিতি, ভয় -
মুক্ত ফুলের ফুটে যাওয়া !
শিশুদের বর্ষাগানে ভিজে উঠেছে
মসজিদ লাগোয়া দেউলের প্রাঙ্গন,
সীমাবিহীন বহে যায় জলধারা
আকাশ যেন এক মিথক কল্পনা,
রঙ্গধনুর সেতু বেয়ে চাঁদের উঠে আসা
অভিভূত করে যায় মনের
গভীরতা, অথৈ বিশ্বের দর্শন, চেয়ে
থাকে এই মিলন বিন্দু !
আস্তে আস্তে শিশুদের মিষ্টি কলরব
হয় উঠে সাঁঝের তারক বৃন্দ
তারা কোনো প্রভেদ বুঝে না
শুধুই খেলে যায় মেঘের আড়ালে লুকোচুরি.
--- শান্তনু সান্যাল