মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

বৃহত্তর শূন্যতা - -

কুহক ভরা মধ্য রাতে, তার রোমাঞ্চিত 
মায়াবী ছায়া ক্রমশঃ করে যায় 
গ্রাস, নিঃশব্দ পায়ে, প্রথমে 
দেহের প্রাঙ্গণ, গন্ধ -
কোশিকার 
শিরায়,
আঁখি ছায়ার তীরে, খুলে যায় স্তর প্রতি 
স্তর ছদ্ম পাপড়ি, নিঃশ্বাসের মৌন 
ভাষায় বুঝিয়ে দিতে চায় 
অসীম অনন্ত অতৃপ্ত 
অভিলাষ !
ক্ষণে ক্ষণে অস্তিত্ব তখন অন্য সত্তার - - 
অধীনে করে চলেছে সব কিছু 
সমর্পণ, মান অভিমান,
মোহ মায়া, আপন 
পর, জন্ম 
মৃত্যু !
এক স্থির নীরবতা ঘিরে রয় সমস্ত অঙ্গে,
তার রহস্যময় প্রণয়ের পরশে 
প্রাণ যেন উন্মুক্ত পাখি 
উড়ে যেতে চায় 
নিশীথ 
গগনে,পড়ে রয় দেহের নীড় বসুধার - - 
কোলে, একাকী পরিত্যক্ত - - 
* * 
- শান্তনু সান্যাল 
mid night - artist Frederic Edwin Church
http://sanyalsplanet.blogspot.com/