সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩

পলাতক মুহুর্তগুলি - -

মরচে পড়া এই পিঞ্জরের সমস্ত শিকল -
ভেঙে, জীবন চায় উন্মুক্ত উধাত্ত, 
দিগন্ত রেখায়, সকাল যেন 
থেমে আছে বহু কাল 
থেকে, তোমার 
নীরবতার 
কারণ যা কিছু হোক, এই মুহুর্তে তুমি 
অজান্তে হয়ে উঠেছে আমার 
নিঃশ্বাসের আবেগময় 
গন্ধ, স্পন্দনের 
অভাবিত
কম্পন, বারংবার অদম্য অভিলাষের 
জাল, তুমি যেন ফেলে চলেছ
একরাশ, বারংবার 
হৃদয় চায় ওই 
নীলাভ 
আলোর জগতে নিজেকে হারিয়ে দিতে, 
তুমি ক্রমশঃ এখন মধ্য রাতের 
মুগ্ধতা, ছিনিয়ে চলেছ 
আমার দেহ ও 
প্রাণ হতে, 
অন্তরতমের সমস্ত প্রণয় সুধার স্রোত !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
 By Madart Painting - Abstract