বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

হারানো সৌন্দর্য্য - -

কী যে দ্বিধা ছিল তার হৃদয়ে, 
চোখের অভিধানে তার 
অর্থ ছিল বৈকি,
কিন্তু 
চোখের পাতা উঠতেই যেন -
সব কিছু ভাসা ভাসা,
সে যথারীতি 
বুকের 
মাঝে আবার চেঁপে গেছে ওই
এক যুগের কাহিনী !
সে শুধুই চেয়ে 
যায় 
জ্বলন্ত, মৌন অভিলাষের - - 
সাথে, আমি চাই তার 
মুখরিত প্রণয়,
উন্মুক্ত 
আবেদন, দাবানলের বেগ !
মৌসুমের পূর্বাভাস 
খুবই দোষগ্রাহী,
কখন 
যে অপ্রত্যাশিত ভাবে করে 
যাবে, সমস্ত কিছু 
ছারখার কেউ 
কী তা 
জানে, জানি না কখন যে -
তার মুখে শব্দের 
অঙ্কুরণ ফুটবে 
আর 
জীবন ফিরে পাবে হারানো 
সৌন্দর্য্য !

* * 
- শান্তনু সান্যাল 
blue-flowers- art by ken-powers