মাঝে মাঝে, নীরব হয় যেতে চায় মন,
নির্বাক ভাবে বসে থাকতে চায়
জীবন, শান্ত নদীর ধারে,
একাকী বন্ধুহীন,
ভাব শুন্য
চোখে দেখতে চায় সূর্যের ডুবন্ত চেহারা,
পৃথিবীর ক্রমশঃ আঁধারের বুকে
হারিয়ে যাওয়া, রাত্রির
অবগুন্ঠিত ধীর
পদক্ষেপ !
সংবেশিত জোছনার স্রোতে ভাসিয়ে -
দিতে চায় হৃদয়, কিছু সন্ধির
বিগ্রহ, কিছু প্রণয়ী
বেলে মাটির
প্রতিমা,
তার মায়াবী প্রতিশ্রুতির চিঠি যে আজ
পর্যন্ত খুঁজে পাই নি ভালবাসার
ঠিকানা - -
- শান্তনু সান্যাল
ARTIST TONY GORTEhttp://sanyalsplanet.blogspot.com/