বুধবার, ২৮ মে, ২০১৪

বহু দিনের পরে আবার - -

বহু দিনের পরে আবার রং তুলি নিয়ে 
হাতে, মন চায় কিছু আঁকতে, 
যা বলা হয় নি কোনো 
দিন সেই কথাটি 
হৃদয় চায় 
খুলে 
বলতে, জানি না, আজও কী তোমার 
বুকে, ওই মধুর ব্যথার অনুভূতি 
বেঁচে আছে, অথবা গেছে 
বিলুপ্ত হয়ে সময়ের 
ধুলিকণায় 
মিশে,
আজও কী তুমি চেয়ে থাকো পুরাতন 
দেয়াল ঘড়ির দিকে উতরোল 
মনে, যখন সহসা কাল 
বৈশাখী ঝড়, 
যায় 
ভিজিয়ে তপ্ত পৃথিবীর ধুসর পৃষ্ঠতল - -

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
abatract flower