শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১


প্রেমের পরাকাষ্ঠা 

জাদুময় তার অন্তিকে খেলে যায়
ফেনিল হৃদয়ের তীরভূমি 
নীল সবুজের ঢলে
জীবনের অশান্ত তরণী লিখে রয় 
প্রণয়ের তরঙ্গিত লিপি, 
নির্নিমেষ চোখে 
রাত্রি নামে পারাবারের গভীরতম  
নিলয়ে, তোমার অন্তরঙিয় 
গন্ধে উঠে, স্বপ্নের 
কস্তুরী ভেজানো কোমল ভালবাসা,
অস্পর্শিত ভাবনা চায় খুলে 
দিতে অন্তর্মনের
কারাগার, উন্মুক্ত আকাশে উড়ে
যেন চলেছে অভিলাষী মরাল 
যুগল, মুক্তির পথের 
ঝরে জীর্ণ পল্লব, কিশলয়ের ডগায় 
শিশির বিন্দু, মন চায় ধরে 
রাখতে উড়ন্ত শিমুলের 
তুলো, জোছনার 
মিহি গুঁড়া, জোনাকির ক্ষীণ আলো !
এই মুহুর্তে যেন নদীর ভাঙন 
গড়ে যায়ে নতুন কিনারা,
ডুবে চলেছে 
বাবলা বনের পরিত্যক্ত বন্ধ্যা ভূমি 
জীবনের সমস্ত আবর্জনীয়
অবসাদ, হিংসা, 
বিষমতার উপগ্রহ, এই ক্ষণে জীবন 
চায় বিলুপ্তির পথ, প্রেমের 
পরাকাষ্ঠা, সত্যের 
মৌলিকতা !

-- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/