বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

অস্পৃষ্ট তীরে - -

নিগূঢ় সন্ন্যাসীর বিলুপ্ত ঠিকানা, কিংবা 
কুহেলীর বুকে অবগাঢ নীলগিরি !
আনত বুনো ফুলের শাখায় 
জড়ানো টিনটিনে 
পাতলা 
বরফের পরত, অথবা তার নিদ্রালু - - 
চোখে, ভাসন্ত গভীর প্রণয়ের 
জাল বোনা, সব মিলিয়ে 
রাতের শেষ প্রহরে 
সে করেছে 
আমায় 
অসম্ভব ভাবে দিশাহীন, ওই বিভ্রান্ত - -
মুহুর্তে কদাচিৎ আমি গেছি 
সব কিছু হারায়ে, এখন 
তার দেহ ও প্রাণে 
খুঁজে বেড়াই 
নিজের 
ঠিকানা, তার উল্লসিত মুখে দেখি - - -
যেন জীবন নদী চায় ভেঙে 
দিতে ভাবনার সমস্ত 
গোপন বাঁধ !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
the beauty of mist