শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

মৃত্যুকূপের উপরে

সেই অন্ধকার গর্তে উঠানো বহু হাত
আশঁসা নিয়ে চেয়ে থাকে ঘূর্ণন -
ময় আকাশগঙ্গার জগত,
এই মৃত্যুর কূপে
জীবন
খেলে বেঁচে থাকার খেলা, সামান্য -
কিছু পয়সা, আগামী দিনের
ভালবাসা, এক মুঠো
রোদ কিনে রাখে,
মনের প্রিয়
আঁধার,
গ্রামের মেলা হতে শহরের প্রদর্শনী,
অজয় নদী হতে বুড়ি গঙ্গা,
তিমির খুঁজে বেড়ায়
আলোর কিছু
কণা,
সেই গর্তের শিশুদের  হাত চায় সূর্যের
নরম কিরণ, তারা কিশোর হতে
চায়, মনের কিশলয় ঝরিয়ে
উঠে আসতে চায় কূপের
বাইরের জগতে,
ছড়াতে -
চায় চার দিকে গুল্ম লতার  রূপে, কিছু
কুড়ি শুকিয়ে বুড়িয়ে চলেছে,
কিন্তু স্বপ্ন ! বয়েসের বাধা
মানে না, মানবেও
কেন, জীবন
কি শুধুই
শ্রেণীবদ্ধ, না, অন্ধকারের দাবি আলো,
এই বেঁচে থাকার উপায়, মৌত কা
কুয়া কে ও বাদ দিয়ে উঠে
আসে উদ্ভাসিত জীবনে,
ধরে রাখতে চায়
যতটুকু আলো
নিয়তির
আঁচলে রয়েছে ছড়ানো, বুকে টেনে রাখে
আঁধার সমস্ত উঠানো কচি হাত,

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
hope - John A. Roof