তুমি বহু দিনের পরে, আবার দেখেছ
আমায় ঘনিষ্ঠ ভাবে, অথচ -
অতীতের জলুস নাই
আমার কাছে,
সব কিছু
যায় হারায়ে, সময়ের অনুভাব খুবই
নিষ্ঠুর, এমন কি দেহের সাথে
মনের পৃষ্ঠতলেও ধরে
শ্যাওলা, ওই
জং-ধরা
আবেগের মাঝে কোথায় যেন এখনো
আছে পুরাতন প্রেমের ভূত্বক,
ঠিক যেমন দহনের
দাগ শরীরে
ফেলে রাখে, কিছু ব্যথার অনুভূতি ! -
যে কোনো দিনই সহজ মিশে
যেতে চায় না চামড়ার
সাথে, দেহের
মধ্যে থেকে দেহের প্রতি রয় বীতস্পৃহ
উদাসীন, তবুও জানি না তুমি
কেন আজ ও চেয়ে আছ,
আমার দিকে, নিয়ে
বুকে অবুঝ
তৃষিত অভিলাষ, জানা সত্তেও যে - -
আমি এই মুহুর্তে আছি নিঃশেষ
জ্বলন্ত কর্পূরের
টুকরো,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Vladimir Maksanov
আমায় ঘনিষ্ঠ ভাবে, অথচ -
অতীতের জলুস নাই
আমার কাছে,
সব কিছু
যায় হারায়ে, সময়ের অনুভাব খুবই
নিষ্ঠুর, এমন কি দেহের সাথে
মনের পৃষ্ঠতলেও ধরে
শ্যাওলা, ওই
জং-ধরা
আবেগের মাঝে কোথায় যেন এখনো
আছে পুরাতন প্রেমের ভূত্বক,
ঠিক যেমন দহনের
দাগ শরীরে
ফেলে রাখে, কিছু ব্যথার অনুভূতি ! -
যে কোনো দিনই সহজ মিশে
যেতে চায় না চামড়ার
সাথে, দেহের
মধ্যে থেকে দেহের প্রতি রয় বীতস্পৃহ
উদাসীন, তবুও জানি না তুমি
কেন আজ ও চেয়ে আছ,
আমার দিকে, নিয়ে
বুকে অবুঝ
তৃষিত অভিলাষ, জানা সত্তেও যে - -
আমি এই মুহুর্তে আছি নিঃশেষ
জ্বলন্ত কর্পূরের
টুকরো,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Vladimir Maksanov