রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

জীবন তৃষা - -

আশ্চর্য্য বৈকি ! সে না কি এখনো চেয়ে রয় উন্মুক্ত 
আকাশের নীল শুন্যতা, মেঘের বাড়ির 
ঠিকানা, কবে গেছে যে হারিয়ে,
সে না কি এখনো খুঁজে 
আঙুল ডগায় 
লেখা 
সেই অতীতের কাচিক জানালায়, নিঃশ্বাসের লিপি,
কিছু অবুঝ ধোঁয়াটে বর্ণমালা, পাহাড়ের 
বুকে উঠন্ত বাষ্পের কোন এক 
ভেজা সকাল, সে না কি 
এখনো বসে রয়,
ধরতে 
রঙ্গীন প্রজাপতির ঝিলমিল ডানা, শেওলা ভরা - - 
ঝিলের তীরে, মেঘের ছায়ার অভিলাষে 
সে না কি দিন প্রতি দিন হয় 
উঠছে ভিন্নদেশীয় 
ফুলের চারা,
মাটি 
বদলের ফলে যায় শুকিয়ে বারে বারে - - - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsworld.blogspot.com/
artist jeff white