সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

চিরস্থায়ী চাহিদা - -

স্বপ্নগুলো শাশ্বত, চিরজীবী, তারা কোনো 
দিনই মরে না, সব কিছু লুন্ঠন করে 
গেছে সময়ের লুঠেরা, যৌবন,
রং রূপ, ঠাকুরালী, 
মুগ্ধতার 
কেন্দ্র বিন্দু, আয়না দেখার কৌতূহল - - 
তবুও স্বপ্নগুলো এখনো নিজের 
জায়গায় স্থির, চোখের 
ক্ষমতা কমে 
গেলেও 
স্বপ্ন দেখার সাধ যায় না কোনো দিন, ওই 
ঝুলন্ত শুন্যের ইন্দ্রধনুর সাতটি রং, 
আজ ও সাড়া জাগায় মনে !
দিগন্তের ওই আগ্নেয় 
রঙ্গী সকাল 
আজ ও 
বলে যায়, জীবনে অনেক কিছুই আছে - -
বাকি, এখনো আমি পরিপূর্ণ ভাবে 
ভালবাসতে পারি নি 
তোমায়, আজ 
ও তুমি 
যেন চেয়ে আছো আমার দিকে অতিরিক্ত 
চাহিদা নিয়ে বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Painting by artist John
http://media-cache-ec0.pinimg.com/736x/bc/de/8a/bcde8a589707f97227407a5536477a3b.jpg