পুকুর পারে কলমির গন্ধে
টিয়া রঙের কদলী পাতায়
শালিকের আপন মনে, চাতালে
বসে একাকী ভিন্ন ভাষী গল্পের মাঝে,
বাজের মত ধুসর ডানায়
কে যেন ঢিল ছুড়ল, শান্ত মনে -
দ্বিপ্রহরের ঘুমে ওই ছিঁটে ফোঁটা
বর্ষায়, হটাত তোমার প্রেমের চিরকুট
উড়ে আসে ভেজা দালানের গায়ে,
আমি পড়তে চাই নি এটাও মিথ্যে
কিন্তু ভিজতে দিতে চাই নি ওটাও সত্যি
আদ্র সাঁঝের সঙ্গে বৃষ্টি ও কেঁপে উঠলো
অর্ধ উলঙ্গ যেন কোনো বৈরাগী,
মিষ্টি অনুভূতির সেই চিঠির নৌকা
না চেয়ে ও ভাসিয়ে দিলাম
অজানা নদীর ধারে,
কবে যে ভিজে গেছি মনে নাই
নৌকা ভাসানোর ব্যথা নিয়ে বুকে
আজ ও বসে আছি সেই শঙ্খ ঝিলের তীরে
বর্ষা থেমে গেছে বহু দিন আগে,
আকাশের গায়ে রঙ্গ ধনু যেন আবছা
ধুয়ে গেছে ভালবাসা //
---- শান্তনু সান্যাল