রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

স্থায়ী অধিবাস - -

মানুষের মূল্য যেখানে উৎকৃষ্ট সেই
তত্ববিজ্ঞানের আমি অভিলাষী,
মঠ মন্দির, আপন পরের
বাহিরে সে পবিত্র
মনের পূজা -
বেদি,
যেখানে সমস্ত মান - অভিমানের -
ঘটে অবসান, জীবন খুঁজে
পায় বাস্তবিক আত্ম -
জ্ঞান, যেন
বিলুপ্ত
মরু নদী কুঁড়িয়ে পায় স্রোতের - -
উদ্গম স্থান ! দুই পারে
উত্তরোত্তর ভরে
ওঠে হরিৎ
প্রদেশ,
গড়ে ওঠে প্রকৃত সভ্যতা, যেখানে
কেউ দেখতে চায় না পরিচয়
পত্র, ধর্ম যেখানে কেবল
ব্যক্তিগত বিশ্বাস,
বুকের
ভেতরে যেথায় অদৃশ্য দেবতার - -
স্থায়ী অধিবাস !

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
art by Lars_Eje_Larsson

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

নেগেটিভ স্মৃতি - -

অনেক নেগেটিভ স্মৃতি পড়ে থাকে
উপেক্ষিত, চিত্রশালার অন্ধ -
কোণে, শুকিয়ে যায়
সময়ের সাথে
অনুরাগী
দ্রবণ,
ভুলে যায় মানুষ রাত ঘিরতে না
ঘিরতে ওই সকালের কচি
আলোর কাহিনী,
যুগের নিজস্ব
আইন
আছে বৈকি, জীবন যেন দূরগামী
দুরন্ত রেলগাড়ি, পিছনে রয়ে
যায় যথারীতি বাবলা
গাছ, পুকুর মাঠ,
মাছরাঙা
সন্ধের
আকাশ, টেলিফোনের তারে কিছু
ঝুলন্ত চড়ই পাখির ঝাঁক !
দুলন্ত কাঁশফুলের
মাঝে কিছু
হারানো
শৈশবের মধুরিম ডাক, কলমির -
গন্ধে তখন চেয়ে থাকে ভীরু
ভালবাসা উন্মুক্ত
আকাশ !
নিঃশব্দ সন্ধ্যার অন্ধকার, ভাঙা
আরশির বুকে টিপ টিপ
জ্বলে সিক্ত ভাবনা
খুবই একাকী
ও নির্বাক।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Ray Hendershot

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

গহিন নিঃশ্বাসে - -

সে কোন এক জোছনা ভরা শরৎ -
নিশীথে, হাসনুহানার সঘন
কুঞ্জে, দিব্য প্রণয়ের
শীত দহনে !
যুগল
কায়া যখন একাকার শাশ্বত মিলনে,
হয়'ত দেখেছে উচ্চ দেবালয়ের
স্বর্ণকলশ কিংবা ছিল
সাক্ষী চাতকের
করুণ
ডাক, হয়'ত দেখেছে  আকাশ পথ
হতে উড়ন্ত সারসের জোড়া,
সেই মধ্য যামিনীর
শিউলি ঝরার
বেলায়
জীবন গেছে হয়ে অবিনশ্বর অগ্নি
বলয়, সে এক অপরিভাষিত
ভালবাসা জড়িয়ে রয়
গহিন নিঃশ্বাসে
জন্ম -
জন্মান্তর ধরে, শিরায় - শিরায় - -
আত্ম তন্তুর সাথে !

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
 
artist Maureen Bainbridge

সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

মৌন সংকলাপের মাঝে - -

 অন্তরঙ্গন গাছপালা, এবং এক চিলতে
রোদের সেই মৌন সংকলাপের
মাঝে, কোথায় যেন, অচিন 
বিন্দুতে জীবন খুঁজে
বেড়ায় তার
দখল !
সে এক বিশুদ্ধ অনুরাগ অথবা অদম্য
অভিলাষ কিছুই হতে পারে,
অস্বাভাবিক বলতে
এখানে কিছুই
নেই, শুধু
নিজস্ব দৃষ্টিভঙ্গি, সবাই সুখী হতে চায়,
সবাই ছুঁতে চায় উন্মুক্ত হাসির
জন্মাধিকার, কিন্তু কত
জন যে সফলতা
অর্জিত করে
সেটা
আবার ভিন্ন ব্যপার, সে এক নৈসর্গিক
অনুভূতি, বিষের পাত্রে অদৃশ্য ঝরে
প্রণয় সুধা বিন্দু বিন্দু, রাজন
নিঃশব্দ চেয়ে রয় রাজ -
রানী মীরার
উজ্জ্বল
মুখপান, আর স্বঝঙ্কৃত সেতারের মধুর
তান - -

* *
- - শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Marni Maree

রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

দিব্য প্রলেপ - -

তার প্রেমের আদল, ভেসে ওঠে -
কল্পলোকের অতিক্রমে !
যখন এ জীবন
সুদুর
নামীব মরুপ্রান্তরের বালুকণায়
মিশ্রিত, তখন সে হটাৎ
নীলনদের পারে
পীরামিডের
দেহে
লিখে যায় মেঘবর্ণ নিগূঢ় ছন্দ !
তার অদৃশ্য রূপের ওই
অপরূপ মায়া গড়ে
যায় ভূগর্ভস্থ
জলধারা,
যখন
পৃথিবীর বুকে মহা বিনাশের -
ছায়া, তখন দেখি সে
অনাহুত সন্ধ্যার
বৃষ্টি, ঝরে
যায়
অনিবার লয়ে ভাঙা দেউলের
চূড়া হতে, জ্বলন্ত গ্রামগঞ্জের
পথে, বৈষম্য বিহীন
সুজন মানবের
অশ্রু জলে,
তখন
দগ্ধ হৃদয়ে আশার দিব্য প্রলেপ,
কে যেন রেখে যায় সান্ধ্য
প্রদীপের সাথে, সমস্ত
সঙ্কুচিত আলোর
জগৎ তখন
সহসা
উদ্ভাসিত, চন্দনবন হতে বহে
আসে তখন সুরভিত
সমীরণ !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
fragrant

বুধবার, ২০ আগস্ট, ২০১৪

নিয়তির চক্র - -

বহু বার লাঞ্ছিত, বহু বার লুন্ঠিত সে এক -
গ্রাম প্রান্তের পুরাতন, অর্ধ বিচ্ছিন্ন
মন্দির, এমনকি যে লাগোয়া
নদীও গেছে বিমুখ হয়ে,
কিনার বদলিয়ে,
আসলে
সময়ের দেহভঙ্গিমা খুবই জটিল, অট্টালিকা
হতে, সেই রহস্যময় পথের অন্তরাল
খুবই কম, এক পলকে সব
কিছু পরিবর্তনশীল !
এই 'ত ময়ুর
সিংহাসন
ক্ষিপ্রা নদীর তীরে, আর চোখ তুলতে না - -
তুলতে দেখি, উজ্জয়নি বহু দূর মালব
প্রদেশে, তথাকথিত রাজন
তখন মণি কর্ণিকা
ঘাটে, দাবি
করে - -
দাহ সংস্কারের পারিশ্রমিক ! নিয়তির চক্র
চিরকাল অস্থাবর, হৃদয়ের ব্যথা
বোঝে না - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
art by Karlyn Holman 2

সোমবার, ১১ আগস্ট, ২০১৪

দৃশ্য পরিবর্তন - -

 জখমের পুনরাবৃতি, বেদনার পুনর্সৃষ্টি,
সহজ না হওয়ার আগেই যেন
সব কিছু নিয়তির হাতে
সঠিক ভাবে পূর্ব
নির্ধারিত !
মেঘ
ও রোদের ওই চির পরিচিত খেলার
মাঝে জীবন দাঁড়িয়ে দেখে দৃশ্য
পরিবর্তন, কখনো ধু ধু মরু
প্রান্তর আবার অনেক
সময়ে ভেসে
চলেছে
মহা প্লাবনে সমস্ত সাধের নীলাকাশ,
ভাঙা তট বন্ধের ধারে এক
টুকরো পৃথিবীর জন্য
মানুষ তখন বর্বর,
ভুলে যায়
নৈতিকতা, সভ্যতা ও সংস্কৃতি - - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Ann

শনিবার, ৯ আগস্ট, ২০১৪

অস্পর্শিত আবেগ - -

ময়ুরপঙ্খী, সেই স্বপ্নের তরী নিয়ে
আমি ছিলাম অনেক ক্ষণ,
ছায়াপথ তীরে, সমগ্র
আকাশ জুড়ে
ছিল এক
অদ্ভুত
নীলাভ আলোকসজ্জা, সারা রাত
ছিল তারকের এক মহীয়ান
সভা, আলোর প্রতি
কণায় খুঁজেছি
তোমায়,
খুঁজে
পাই নি কোথাও, ঝরেছে শিশির
বিন্দু শিউলির বুকে, ভরেছে
ঝুমকো লতা জানি না
কার প্রণয় গন্ধ
শিরায়
শিরায়, দিগন্তরেখায় ছিল লাজুক
বিহান, বুকে জড়িয়ে সিক্ত -
প্রেমের অপঠিত
ফেরৎ
কবিতা, আর উঠোনের গায়ে - -
ছিল ঝরা শিউলি রাশি
রাশি !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art By Artist Samuel Durkin

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

অন্যায় - অবিচারের সুদ - -

দেখেছি বহুবার তাদের দ্বিমুখী বিষাক্ত
চেহারা, আপন ও পরের নিজস্ব
পরিভাষা, ধর্মীয় ভিত্তিতে
বিচার করা, যেখানে
মানুষের জীবন
শুধুই
কিছু নিঃশ্বাসের খেলা, দেখেছি সমস্ত -
ওই পরিচিত মুখ কীভাবে এক
ডাকে হয়ে ওঠে হিংস !
তখন মানবতার
অর্থ শুধুই
আঘাত,
হটাৎ সারা গ্রাম তখন হয় ওঠে অরণ্য,
শিকার ও শিকারীর খেলা, আর
মুরুবিরা তখন ছদ্ম বেশে,
সাজানো হাওদার
উপরে বসে
করে
যায় আখেটের পরিচালনা, যথারীতি - -
হরিণ পালের পলায়ন, আর
হিংস পশুর বিজয়
গাথা ! হাতে
নিয়ে
রক্তরঞ্জিত, কুৎসিত পতাকা, মানবতা
তখন দ্রৌপদী, দাঁড়িয়ে রয় একা,
চারদিকে অসমাপ্ত অট্টহাস,
প্রতিযুগের মহাভারতের
অন্ত আছে বৈকি !
সেটা গঙ্গার
তীরে
হোক অথবা দজলা - ফরাতের সঙ্গমে -
সময় খুবই নির্মম, উসুল করে
অন্যায় - অবিচারের সুদ
নিখুঁত ভাবে, কোনো
অজুহাত এখানে
চলে না !

* *
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
silkan beauty

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

ঘূর্ণিত আয়না - -

কত বার দেখেছি তাকে, নানান রূপে,
কখনো উত্তর কলকাতার ভাঙা
ফুটপাথে, যেন দাঁড়িয়ে 
আছে বহু কাল
হতে একই
ভাবে !
ভিড়ের মাঝে তুলে চলেছে সে যেন - -
উড়ন্ত দিনলিপির ছেঁড়া পৃষ্ঠ !
কিছু ভুল বানানের
কাচা হাতের
কবিতা,
আবার দেখি এক দিন সে বসে আছে
মুম্বাই গামী ট্রেনে একাকী,
চোখে জড়িয়ে অদ্ভুত
স্বপ্নের মায়া !
জানি
না কোথায় ছিল তার গন্তব্যের প্রান্ত
রেখা, অথবা অনবরত ভ্রমণ,
নিজের অস্তিত্বের জন্য
চিরন্তন যুদ্ধ !
কিন্তু
সে হারায় নি কোনো ভাবে, সুন্দর -
কী অসুন্দর ছিল তার জীবনের
সংজ্ঞা, চিরদিনই রইলো
গোপন, কিন্তু
পরিশেষে
সে ছিল না একা - -

* *
 - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
 

art by c klein.jpg

সোমবার, ৪ আগস্ট, ২০১৪

যমজ দৃষ্টিভঙ্গি - -

মানুষই'ত ভুল করে, অনেক সময়ে
কিছু নবীনতার আশায় জীবন
যায় মুড়ে প্রলুব্ধ পথে,
তাই বলে কী
সারা
জীবন সে কলঙ্কটা মাথায় বয়ে যাবে,
সৎ ও অসৎ জীবনের দুটি
যমজ দৃষ্টিভঙ্গি, কেউ
পরিপূর্ণ কোথায়
এই দুনিয়ায়,
মনের
গহ্বরে সবাই উলঙ্গ, যতই পড়ে যাও
ঘাড় ঝাকিয়ে, ওই তথাকথিত
দিব্য বাণীর বেদ পুরাণ,
নিপীড়িত মানুষের
দুঃখই যদি
পড়তে
অসমর্থ, তাহলে কিসের ধর্ম আর - -
কোন দেবতার করে চলেছ
দিবা নিশি উচ্চ সুরে
অনবরত ওই
গুণগান !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by stephie butler