মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

এতো সহজ নয় - -

না, এখনো অনেক কিছু বলা হয় নি,
শুরুতেই যেন হাঁপিয়ে যেও না,
ওই যে দিনান্তের সন্ধিক্ষণে,
এখনো আছে কিছু
ঝাপসা আলো,
আর কিছু
কাগজফুলের কবিতা, গন্ধবিহীন - -
তোমার আমার প্রেমের কিছু
অদৃশ্য গোপনীয়তা।
সময়, খুবই
অস্থির
শুধুই উড়ে যেতে চায় সুদূর বর্ষাবনে,
তাই বলি, অন্ধকার নামার আগে,
দেখে নাও ভালো করে, আমি
হৃৎপিণ্ডের মানুষ কিংবা
কোনো অজানা
দ্বীপের -
সরীসৃপ, সাঁঝ  আর সকালের মাঝে - -
চাঁদ জোছনা ছাড়াও অনেক কিছু
আছে, যেমন ধরো একরাশ
মরা পতঙ্গের সম্ভার,
আর অজস্র
ঝরে
পড়া নিশিপুষ্পের সংসার। শেষ এখনো
হয় নি, দেহের মরুভূমি চিরকালের
শূন্যতা নিয়ে বেড়ায়, আর
অন্তরে জেগে থাকে
অদৃশ্য আগ্নেয়
জগৎ,
আর ক্রমশঃ গিলে নিতে চায় অন্তবিহীন
শ্রাবণ।
* *
- শান্তনু সান্যাল