মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

চির নিদ্রার দেশ - -


অনেক কিছুই ছিল তার কাছে, তবুও -
জানি না কেন, কোথায় যেন
সে ছিল ভীষণ একাকী !
বাহ্য - অভ্যন্তরীণে
সমান ভাবে
ফাঁপা,
আসলে অতিরিক্ত পাওয়ার অভিলাষ -
নিজেই ডেকে আনে শূন্যতা, এবং
সেখান থেকেই, স্বয়ং ক্ষয়ে
যাওয়ার সূত্রপাত !
চোখের আগে
যেন
ভেসে রয় বিস্তীর্ণ মায়াবী মরুদ্যান, - -
চার দিকে, সারি সারি খেজুর
বৃক্ষের বীথি, আর 
মাঝখানে নীল
গভীর
ঝিল ! ওই মৃগতৃষ্ণার পারে স্বপ্ন গুলোর -
আছে চির নিদ্রার দেশ, যেখান
হতে ফিরে আসা খুবই
জটিল, জীবন
শুধুই
খুঁজে বেড়ায় অনবরত ভাবে মনের বন্ধু !
যদিও, বুকের খুব কাছে থাকে সে
প্রণয়ী মানুষ, কিন্তু খোলা 
চোখ তাকে চিনতেই
পারে না,

* *
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.in/