কারোর মনের মাঝে কি যে আছে জানা -
সহজ কোথায়, এখন শুধুই তুমি
ছুঁয়েছো চোখের সীমানা,
এখনো আছে
বহুদূরে
অন্তর্মনের পলকা পৃষ্ঠতল, নয়নের আছে
নিজের সীমাবদ্ধতা, এখনো তোমার
প্রণয়ে রয়েছে ভেজা মাটির
গন্ধ, মধুমাস এখন ও
আছে দূর
দিগন্ত পার, শ্রাবণ ও উষ্ণকালের মাঝে -
রয়েছে কত ঋতু পরিবর্তনের ঘটনা,
নিশ্চই তুমি তা জানো,
আবেগপ্রবণতা
এই ভাবে
ঠিক নয়, এখনো সূর্যের আকাশ ভ্রমণ -
রয়েছে অনেক বাকি, সকালের
রোদের অনুভূতি সবার
খুবই প্রিয়, বিহান
ও সন্ধ্যার
মাঝে রয়েছে দূরত্ব অজানা, ভবিষ্যদ্বাণী
খুবই কঠিন, উন্মুক্ত আকাশের
বুকে কি যা আছে এই
মুহুর্তে বলা
মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Stephen Bell
সহজ কোথায়, এখন শুধুই তুমি
ছুঁয়েছো চোখের সীমানা,
এখনো আছে
বহুদূরে
অন্তর্মনের পলকা পৃষ্ঠতল, নয়নের আছে
নিজের সীমাবদ্ধতা, এখনো তোমার
প্রণয়ে রয়েছে ভেজা মাটির
গন্ধ, মধুমাস এখন ও
আছে দূর
দিগন্ত পার, শ্রাবণ ও উষ্ণকালের মাঝে -
রয়েছে কত ঋতু পরিবর্তনের ঘটনা,
নিশ্চই তুমি তা জানো,
আবেগপ্রবণতা
এই ভাবে
ঠিক নয়, এখনো সূর্যের আকাশ ভ্রমণ -
রয়েছে অনেক বাকি, সকালের
রোদের অনুভূতি সবার
খুবই প্রিয়, বিহান
ও সন্ধ্যার
মাঝে রয়েছে দূরত্ব অজানা, ভবিষ্যদ্বাণী
খুবই কঠিন, উন্মুক্ত আকাশের
বুকে কি যা আছে এই
মুহুর্তে বলা
মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Stephen Bell