অন্তরতমের গভীর তলদেশ হতে, যে দিন ভেসে
উঠবে অনন্ত প্রেমের প্রতিফলন, যার
আলোকে হবে সমস্ত পৃথিবীর
অন্ধকার শাপমুক্ত, সে
দিনেই আসল
দীপাবলী,
ওই সমস্ত তথাকথিত পবিত্র আধারের ভিত্তির
উপরে, এখনো লেগে আছে নিষ্পাপ
মানুষের অদৃশ্য রক্তের দাগ,
কত নিরীহ আর্তনাদ
মৌন ভাবে
আছে কবরময়, বাহ্য জগতে যতই সাজাও না
আলোর শৃঙ্খলা, মনের ভিতরের তমস
হবে না এত সহজে আলোকময়,
মুখোশ ও নৈসর্গিক
মুখের মাঝের
শুন্যতা
চিরদিনই চায় মোক্ষ প্রাপ্তি, সিংহদ্বারে প্রদীপ
জ্বালাবার আগে, যদি সম্ভব দেখে যেও,
ওই শহর প্রান্তে এখনো অনেক
দোরগোড়ায়, দাঁড়িয়ে
আছে নিষ্প্রভ
শিশুরা
নিয়ে বুকে নিবন্ত প্রদীপের দপদপানি, এক - -
অনিশ্চত ভবিষ্যৎ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mirror art
উঠবে অনন্ত প্রেমের প্রতিফলন, যার
আলোকে হবে সমস্ত পৃথিবীর
অন্ধকার শাপমুক্ত, সে
দিনেই আসল
দীপাবলী,
ওই সমস্ত তথাকথিত পবিত্র আধারের ভিত্তির
উপরে, এখনো লেগে আছে নিষ্পাপ
মানুষের অদৃশ্য রক্তের দাগ,
কত নিরীহ আর্তনাদ
মৌন ভাবে
আছে কবরময়, বাহ্য জগতে যতই সাজাও না
আলোর শৃঙ্খলা, মনের ভিতরের তমস
হবে না এত সহজে আলোকময়,
মুখোশ ও নৈসর্গিক
মুখের মাঝের
শুন্যতা
চিরদিনই চায় মোক্ষ প্রাপ্তি, সিংহদ্বারে প্রদীপ
জ্বালাবার আগে, যদি সম্ভব দেখে যেও,
ওই শহর প্রান্তে এখনো অনেক
দোরগোড়ায়, দাঁড়িয়ে
আছে নিষ্প্রভ
শিশুরা
নিয়ে বুকে নিবন্ত প্রদীপের দপদপানি, এক - -
অনিশ্চত ভবিষ্যৎ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mirror art