মেঘের দ্রবণ যখন হল, পুড়ে ছাই ছিল
মনের তৃণভূমি, অনেক দেরির
পরে এলে হে অনুরাগী,
কি ভাবে উঠবে
আবার
জেগে, অর্ধ অঙ্কুরিত ব্যথিত ভাবনা, -
জীবনের বাস্তবতা যতই হোক
অরূপ তার মোহের
শৃঙ্খল ভাঙা
খুবই
জটিল, এখানেই নব স্বপ্নের পুনরাবৃত্তি,
নিঃশ্বাসের সেই চরম বিন্দুতে
ঝুলে রয় প্রায়শ, তার
প্রসারিত হাতের
মায়া !
বারংবার জীবন করে আত্মসমর্পণ - -
তার প্রণয়ের বেদিকায়
নিঃশর্ত - -
* *
- শান্তনু সান্যাল
painting by carmen guedez
http://sanyalsplanet.blogspot.com/