কে সে অভিসারিকা
স্পর্শকাতরতা, সারঙ্গের ডাকে অরণ্য
বীথি কেঁপে উঠে সহসা, হয় ত
তার যষ্ঠেন্দ্রিয় টের পায়
দাবানলের দহনের
উত্স বিন্দু,
বাঁশ বনের মাতলামি কিংবা প্রেমের অদৃশ্য
কস্তুরী উড়ে বেড়ায় পাহাড়ের গায়ে,
নিস্তেজ সূর্যের শেষ আলোয়
দেখি চমকিয়ে উঠেছে
মৃগনযনি,
মনের থমথমে আকাশে এখন ফুটে চলেছে যেন
অগণিত ফিনিকের বন্য কুসুম, সে
নিঃশব্দ এগিয়ে আসছে অনেক
কাছে, সরিয়ে পথের
উগ্র গন্ধিত
অনামা ফুলের ঝোপ, যেন উন্মত্ত নাগিনী খুঁজে
চলেছে নাগমণি, অভিসারে যেন গা
ঢাকা দিতে চায় স্বপ্নীল
আবরণে, দু কূল
ভাসিয়ে
কোন রহস্যময় মঠের একান্ত বৈষ্ণবী - - -