অস্থায়ী আশ্রয়ের সন্ধান এই পর্যায় আছে
আমার জন্য অনিশ্চিত, মাঝ পথে
যদি সে গেছে ছেড়ে, ঠিক
গলির বাঁকে, প্রশ্ন -
চিহ্ন এখনো
আবছা,
বৃষ্টি থামার পরে হয় ত হবে কিছু স্পষ্ট !
তার জন্য এই নীল আঁধারের কি
বা দোষ, তাই সহজ মনে
খুলে চলেছি ভেজা
আবরণ !
দর্পণের ভুরু কুচকিয়ে দেখার অভ্যাস -
নতুন নয়, তাতে কি বা আসে
যায় প্রতিফলনের আছে
এক নিজস্ব -
মাপদণ্ড,
বিবসন দেহের সত্যতা নিজের স্থানে ! -
ওই নৈতিকতার ক্ষীণ রেখার
ভেঙে যাওয়া সামান্য
প্রক্রিয়া, যে যার
দৃষ্টিকোণে
কিছুই বলতে পারে, ভেজা গা নিয়ে কি -
সারা রাত রাত থাকা যায়,
* *
- শান্তনু সান্যাল
rainy evening