শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

মাঝ পথে উধাও - -

অস্থায়ী আশ্রয়ের সন্ধান এই পর্যায় আছে 
আমার জন্য অনিশ্চিত, মাঝ পথে 
যদি সে গেছে ছেড়ে, ঠিক 
গলির বাঁকে, প্রশ্ন -
চিহ্ন এখনো 
আবছা,
বৃষ্টি থামার পরে হয় ত হবে কিছু স্পষ্ট !
তার জন্য এই নীল আঁধারের কি 
বা দোষ, তাই সহজ মনে 
খুলে চলেছি ভেজা 
আবরণ !
দর্পণের ভুরু কুচকিয়ে দেখার অভ্যাস -
নতুন নয়, তাতে কি বা আসে 
যায় প্রতিফলনের আছে 
এক নিজস্ব -
মাপদণ্ড,
বিবসন দেহের সত্যতা নিজের স্থানে ! -
ওই নৈতিকতার ক্ষীণ রেখার  
ভেঙে যাওয়া সামান্য 
প্রক্রিয়া, যে যার 
দৃষ্টিকোণে 
কিছুই বলতে পারে, ভেজা গা নিয়ে কি -
সারা রাত রাত থাকা যায়, 
* * 
- শান্তনু সান্যাল 
rainy evening

অদৃশ্য উপান্তে - -

ওই ভাবে পেঁচানো কথা আর বল না যে তুমি 
আমার ছাড়া বাঁচতে পারবে না, এই 
জীবনের রঙ্গমঞ্চ, খুবই নিষ্ঠুর !
খসে যায় সময়ের সাথে 
সমস্ত পারদর্শী 
মুখোশ -
একে - একে, যবনিকা ফেলার অবিলম্ব ক্ষণে,
দর্শক বিহীন দীর্ঘায় ঘিরে যায়, এক 
অন্তহীন নীরবতা, সমবেত 
তালির প্রতিধ্বনি 
আর ফিরে 
আসে 
না, হাসি কান্নার মিলন বিন্দুর মাঝে হারিয়ে 
যায় সব কিছু, ব্যতিক্রম বলতে কিছুই 
নেই, রোদ্র ছায়ার পৃষ্ঠে, কোথায় 
যেন আমার ভালবাসা,
রেখাঙ্কিত সাধের 
সাথে, হয় 
ত রবে অদৃশ্য উপান্তে ! অনন্ত অব্যক্ত রূপে,
* * 
- শান্তনু সান্যাল