তার দীর্ঘ নিঃশ্বাসে ছিল অদ্ভুত আবেগর প্রসার !
দেহের নৌকো গেছে নিমেষে নঙ্গরাবদ্ধ,
হিল্লোলিত মাংস পেশী, উচ্চ তরঙ্গে
হৃদয় তখন ভেসে চলেছে ছুঁতে,
তার তরলিত স্পৃহার
হিমবাহ, জীবন
তার আঁখির
তীরে
এখন মাত্র, স্থির ঘাটের সোপান, উঠে চলেছে
অন্তরের দেউল অভিমুখ, সেই নিরাকার
প্রেমের প্রলয়ে, ফিরে পেয়েছি পুনঃ
আরোহণপথ, করেছি ধারণ
পূর্ণ সামরিক পোশাক,
কিন্তু তার অধর
সীমান্তে
পৌঁছতেই যেন যুদ্ধ বিরাম, থেমে রয়েছে
মরুপ্রান্তরে যেন শত শত বছরের,
মহাতৃষ্ণা, সামুদ্রিক গভীরতা !
চেয়ে আছে সান্দ্র লবণতা,
চায় প্রগাঢ় মধুরতা,
বিপুল বৃষ্টি,
বুকের
উন্মুক্ত ভূখণ্ডে এখন তপ্ত আবেগের বিগলন !
আমি হয় উঠেছি রূপকার, ছাঁচকার,
ঘামন্ত দেহে খেলে চলেছি তার
চরম উষ্ণতার শিল্প খেলা,
লিখে চলেছি কবিতা
তার অপ্রতিম
দ্রবীভূত
রূপে !
সে জড়িয়ে চলেছে ক্রমশঃ আমার অস্তিত্বের
কাঠামো, বক্ষঃস্থলের ফ্রেমে সে গেছে
মিশে, শুধুই এখন মিশ্রিত ঘামের
গন্ধ, নিঃশ্বাসের যমজ ধুম্র -
বলয় কি সুরভিত বৃত্ত !
দুজনের অতিরিক্ত
কেউ জানে
না,
সঘন কুয়াশা ঢেকে চলেছে শেষ প্রহরের - -
জোছনা ।
- - শান্তনু সান্যাল
দেহের নৌকো গেছে নিমেষে নঙ্গরাবদ্ধ,
হিল্লোলিত মাংস পেশী, উচ্চ তরঙ্গে
হৃদয় তখন ভেসে চলেছে ছুঁতে,
তার তরলিত স্পৃহার
হিমবাহ, জীবন
তার আঁখির
তীরে
এখন মাত্র, স্থির ঘাটের সোপান, উঠে চলেছে
অন্তরের দেউল অভিমুখ, সেই নিরাকার
প্রেমের প্রলয়ে, ফিরে পেয়েছি পুনঃ
আরোহণপথ, করেছি ধারণ
পূর্ণ সামরিক পোশাক,
কিন্তু তার অধর
সীমান্তে
পৌঁছতেই যেন যুদ্ধ বিরাম, থেমে রয়েছে
মরুপ্রান্তরে যেন শত শত বছরের,
মহাতৃষ্ণা, সামুদ্রিক গভীরতা !
চেয়ে আছে সান্দ্র লবণতা,
চায় প্রগাঢ় মধুরতা,
বিপুল বৃষ্টি,
বুকের
উন্মুক্ত ভূখণ্ডে এখন তপ্ত আবেগের বিগলন !
আমি হয় উঠেছি রূপকার, ছাঁচকার,
ঘামন্ত দেহে খেলে চলেছি তার
চরম উষ্ণতার শিল্প খেলা,
লিখে চলেছি কবিতা
তার অপ্রতিম
দ্রবীভূত
রূপে !
সে জড়িয়ে চলেছে ক্রমশঃ আমার অস্তিত্বের
কাঠামো, বক্ষঃস্থলের ফ্রেমে সে গেছে
মিশে, শুধুই এখন মিশ্রিত ঘামের
গন্ধ, নিঃশ্বাসের যমজ ধুম্র -
বলয় কি সুরভিত বৃত্ত !
দুজনের অতিরিক্ত
কেউ জানে
না,
সঘন কুয়াশা ঢেকে চলেছে শেষ প্রহরের - -
জোছনা ।
- - শান্তনু সান্যাল