শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

অন্তিম প্রহরের জোছনা - -

তার দীর্ঘ নিঃশ্বাসে ছিল অদ্ভুত আবেগর প্রসার !
দেহের নৌকো গেছে নিমেষে নঙ্গরাবদ্ধ,
হিল্লোলিত মাংস পেশী, উচ্চ তরঙ্গে
হৃদয় তখন ভেসে চলেছে ছুঁতে,
তার তরলিত স্পৃহার
 হিমবাহ, জীবন
তার আঁখির
তীরে
এখন মাত্র, স্থির ঘাটের সোপান, উঠে চলেছে
অন্তরের দেউল অভিমুখ, সেই নিরাকার
 প্রেমের প্রলয়ে, ফিরে পেয়েছি পুনঃ
আরোহণপথ, করেছি ধারণ
পূর্ণ সামরিক পোশাক,
কিন্তু তার অধর
সীমান্তে
পৌঁছতেই যেন যুদ্ধ বিরাম, থেমে রয়েছে
মরুপ্রান্তরে যেন শত শত বছরের,
মহাতৃষ্ণা, সামুদ্রিক গভীরতা !
চেয়ে আছে সান্দ্র লবণতা,
চায় প্রগাঢ় মধুরতা,
বিপুল বৃষ্টি,
বুকের
উন্মুক্ত ভূখণ্ডে এখন তপ্ত আবেগের বিগলন !
আমি হয় উঠেছি রূপকার, ছাঁচকার,
ঘামন্ত দেহে খেলে চলেছি তার
চরম উষ্ণতার শিল্প খেলা,
লিখে চলেছি কবিতা
তার অপ্রতিম
দ্রবীভূত
রূপে !
সে জড়িয়ে চলেছে ক্রমশঃ আমার অস্তিত্বের
কাঠামো, বক্ষঃস্থলের ফ্রেমে সে গেছে
মিশে, শুধুই এখন মিশ্রিত ঘামের
গন্ধ, নিঃশ্বাসের যমজ  ধুম্র -
বলয় কি সুরভিত বৃত্ত !
দুজনের অতিরিক্ত
কেউ জানে
না,
সঘন কুয়াশা ঢেকে চলেছে শেষ প্রহরের - -
জোছনা ।

- -  শান্তনু সান্যাল

   



আন্তরিক স্রাব

রাতের শেষ প্রহর, জোয়ার নেমে ক্রমশঃ -
ভাটার অভিমুখ, ফেনিল আবরণ 
এলোমেলো ভাবে পড়ে রয়েছে
বালুকাবেলায়, খালি 
পায়ের  চিহ্ন
ফেলে
গেছে আহত রাত একাকী অগোচর দিগন্তে  !
জলোচ্ছ্বাস বুকে টেনে চেয়ে আছি 
পৃথিবীর মুখখানি, সে এখন 
সংকুচিত গন্ধ কোষ, 
গুটিয়ে চলেছে 
পাপড়ির 
আবর্ত, 
প্রেম ও দেহের  দুই প্রান্তের, আলোক স্তম্ভের 
মধ্যে টানা দড়ি, হাতে রোদ ছায়ার 
প্রতিমান লাঠি, শুন্যে হেঁটে 
চলেছে জীবন সযত্নে 
ধাপে ধাপে, শ্বাস 
বেঁধে ক্রমে 
ক্রমে,
ডঙ্কার আওয়াজের ছাড়া জীবন কিছুই জানে 
না, যখন হাত তালি গেছে থেমে, জীবন 
নেমেছে সহজে, বেঁচে থাকার বাধ্য -
বাধকতা ছাড়িয়ে যায় সব 
ভয় বিপদ, এখন শান্ত 
মন খুঁজে ক একটা 
মুদ্রা ও তোমার 
ভালবাসা,
আঁধার, 
নির্জন বাস, আন্তরিক সুরভির অনন্ত স্রাব !
-- শান্তনু সান্যাল  

উড়ন্ত সাধ - -

সারা রাত ঝরেছে হাসনুহানার গন্ধ, কে ছিল 
জানি না, মনের বীথি ভরিয়ে গেছে,
গত রাতে, কল্পলোক অতিক্রম 
করে, অপূর্ণ জীবনের 
সাধ জাগিয়ে গেল 
সে দিগন্ত পথে, 
তার ফিরে 
যাওয়া !
স্বপ্নের ঘিরে আসা, কি যা ছিল অন্যোব্য -
সমীকরণ, বুঝতে চায় না চেতনা, 
মধুর পরিমলাচ্ছন্ন দেহে ফুটে 
চলেছে এখন বহু গন্ধ 
কোষীয় ধারা, 
ভাবনারা 
এই মুহুর্তে মেলেছে আলোকভেদ্য ডানা !

-- শান্তনু সান্যাল

নাভির গভীরতা - -

গহন আঁধারে ও খুঁজে জীবন তার সন্নিধি, চাঁদ 

ডুবে গেছে অনেক আগে, সে জ্বালিয়ে 
গেছে অদৃশ্য প্রদীপ খানি, হৃদি
মন্দিরে, পরিণত রাত্রি !
অধিশায়িত ধরে 
আছে যেন 
কটিবন্ধের স্থির জাঙ্গাল, বাঁধের মাটি ভয়াতুর,
তার অভিসারের পদধ্বনি কাঁপিয়ে যায় 
জীবনের নিরাপদ অঞ্চল, কড়া 
নাড়ার শব্দে প্লাবনের মৌন
সঙ্কেত, সে এখন উন্মুক্ত 
মায়াবিনী নায়িকা 
খুলে দিয়েছে
সজল 
কেশের জলধারা,অনবহিত, আবরণহীন দেহে 
ঢেলে চলেছে কস্তুরী রাশি রাশি, নিঃস্তব্ধ
যামিনী, সে গড়েছে নিজের আলোর 
জগত, আমার নাভির উর্ধ্বে 
এখন পরাগের উত্পত্তি,
পুষ্পরেনুর সঞ্চার !
তার আবেগী 
পিপাসা 
উদ্দাম, উদ্বায়ী, চাহে সম্পূর্ণ তেজস্বী স্রোত !
- -  শান্তনু সান্যাল