মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১


শব্দহীন  গভীরতা 

ভোরের অনেক আগে কিছু ফুল পৃষ্ঠ তলে 
ঝরে গেছে শব্দহীন, নীল হ্রদ অবাক চেয়ে 
রইলো আকাশের  বিস্তীর্ণ রমরমার জগৎ! 
যামিনীর বন্য বিথির অনুগমন, সংকেতের 
লিপি, লুকিয়ে রইলো পিরামিডের বুকে,
আমি দেখেছি তোমায় দীর্ঘকাল হতে, ওই 
কাষ্ঠ সেতুর গায়ে হেলান দিয়ে, এক লয়ে 
তুমি চেয়ে আছ, সুদুর অজানা উপগ্রহ,
পুলের নিম্ন ভাগের আলোকের প্রবাহ, বহে 
চলেছে চিরন্তন, খুঁজতে যেন স্বপ্নের ইহলোক !
কল্পনার সেই আবরণের বাহিরে তোমার,
আঁখির সেই অদ্বিতীয় বাসনা বলতে চায় 
অনেক কিছু, আত্ম ভোলানো মুগ্ধতা, নব 
সংরচনার ইতিহাস, শব্দহীন গভীরতার 
সেই প্রহেলিকা, উদ্ভাসিত যেন উরগ মণি,   
সময়ের হাতে রয়েছে সিদ্ধান্ত, বিজয় -
পরাজয়ের গাথা, অনন্ত প্রেমের পরিনিতি !
এখানেই মানব নির্মিত দর্শনের সমাপ্তি, জন্ম 
মৃত্যুর বিতর্কিত নিষ্ঠুরতার অন্ত, দুই 
হৃদয়ের মিলন বিন্দু, নবীন ক্ষিতিজের 
উদয়, মানবীয় ক্রম বিকাশের পুনরাবৃতি,
সৃষ্টির পঙ্কোদ্ধার, বিরল শতদলের প্রস্ফুটন !
মনের সংকুচিত দ্বারের উন্মুক্ত খোলা, পূর্ণ 
জাগরণ,আঁধারের পরিপূর্ণ সমর্পণ, জীবনের 
অঙ্কুরণ, ধর্ম বিধর্মের আরত্ত  মানবিকতা,
স্বার্থবিহীন ভালবাসা, মন ও আত্মার শুদ্ধি !
অহং সর্ব  মুখে নিরাকার ব্রহ্ম পশ্যামি র 
অক্ষয় ভাবনার পুনরোদয়,অগ্নিপরশের পথ !

-- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/