সোমবার, ৯ জুন, ২০১৪

বিলুপ্ত জলাভূমি - -

তারা ছিল দূরগামী দ্রুত বেগের ট্রেন,
সময়ের বুকে পা ফেলে, গেছে 
দৌড়িয়ে বহুদূর, আর 
আমি ছিলাম 
চির 
পরিচিত নদীর সেতু, অরণ্য প্রদেশ -
অথবা প্রস্তর যুগের কোনো শৈল
চিত্রাঙ্কন, বুকে নিয়ে 
মৌসুমী ভাঙন, 
দেখেছি 
আমি তাদের অনবরত পলায়ন, যুগ 
যুগান্তরের একই কাহিনী, মানুষ 
মানুষের জন্য শুধুই এক 
আরোহণের সিঁড়ি,
যে উঠে 
যায় উপরে, তার হাতেই বিজয়ের - - 
পতাকা, বাকি সবাই পড়ে রয় 
যথারীতি পুকুর পারে, 
নদীর ঘাটে, 
হাট 
বাজারে, কাঁস বনের ধারে, নিরুদ্দেশ 
আপন জনের ভিড়ে, ঠিক রেল 
লাইনের এক পাশের  
নোনা জলাভুমির 
খুব কাছে,
যার 
দিকে কেউ ভুলেও দেখে না, নিজের 
ভেতরে এক দিন নিজেই 
যায় হারিয়ে। 

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
art of nancy medina.jpg 1