সোমবার, ১৩ জুন, ২০১১

আরোহী মন

 
নিরব রাতের নিস্তব্ধ পথে 
শুন্য ভেঙে ভাসে করুণার সুর 
মর্ম কন্ঠে কে গাহে মধ্য নিশীথে 
কম্পিত নিঃশ্বাসে জীবনের গান,
ঘুমন্ত চোখে দেখি রহস্যের সেই 
পথিক ধরতে চায় জোনাকির 
আলো,উড়ে চলেছে স্বপ্নিল উদ্ভাসন,
আকাশ হইতে ঝরে বিন্দু বিন্দু 
প্রদীপ্ত প্রণয়ের শিশিরের কণা,
অবাক পৃথিবী চেয়ে রয়েছে 
সুরুভি ও জোছনার মিলন মেলা,
রজতনিভ আঁধারে নয়নের তীরে 
স্বপ্নের মাঝি বেঁধে গেছে ময়ুর পঙ্খী
নৌকো,আবেগের লহর শয়নের 
পথে সাজিয়ে চলেছে সিক্ত নিশিগন্ধা,
মাতিয়ে গেছে কে যেন হৃদয়ের 
উপত্যকা মহুয়ার মাদক গন্ধে,
নেমে আসছে তারকের শোভাযাত্রা 
অন্তরিক্ষের নীলাভ শুন্যে 
লিখে চলেছে মন অমূল্য কবিতা,
বাঁসুরির সেই বেদনে জেগে আছে 
বেঁচে থাকার অদম্য অভিলাষা,
তোমার ও আমার অটুট ভালবাসা,
এই মধুর স্বপ্নে জীবন যায় হারিয়ে 
বারে বারে,চেয়ে থাকে শেষ প্রহরে মন  চাঁদের ডুবে যাওয়া, বিহান শেষে 
নিঃশব্দ লয়ে ঝিলের উপরে জাদুর 
কুয়াশা ছড়িয়ে দিয়ে গেছে 
বিলুপ্তির অজানা সীমান্তে,কমল
পাপড়ি খুলে চলেছে অন্তর্মন 
সূর্যের কচি আলোয় করুণ সুর 
হয় উঠেছে পরশ পাথর, অগ্রগামী 
অশ্বারোহী আরোহণের পথে অগ্রসর -
- - - শান্তনু সান্যাল