এখানেই উদলা সকাল গায়ে ঢাকে মেঘের
ছায়া আর ফেলে আসে শেষ রাতের
ঝকমকে মুখোশ, এখানেই তুমি
আর আমি, আবার খুঁজি
নতুন করে বেঁচে
থাকার কোন
অন্য
কারণ। কিছুই হতে পারে, যেমন ধরো তুমি
আবার হতে চাও প্রজাপতির রঙ্গীন
ডানা আর আমি শিশুর হাতের
পরশ, এখানেই অভিলাষের
ভেজা মাটি, বুকের
মাঝে লুকিয়ে
রাখে
আগামী কালের ফুলের গন্ধকোষ, এখানেই
তোমার চোখের গভীরে, আমি খুঁজে
পাই পুনর্জন্মের কিছু পদচিহ্ন।
এখানেই তোমার নিঃশ্বাসের
উষ্ণতা, ফিরিয়ে আনে
পুনরায় রুষ্ট শ্রাবণ,
এখানেই তুমি
আর
আমি হয় উঠি হটাৎ অরণ্য অনল, আকাশ
পাতাল জুড়ে তখন শুধুই অন্তহীন
ধুম্র প্লাবন !
* *
- শান্তনু সান্যাল
ছায়া আর ফেলে আসে শেষ রাতের
ঝকমকে মুখোশ, এখানেই তুমি
আর আমি, আবার খুঁজি
নতুন করে বেঁচে
থাকার কোন
অন্য
কারণ। কিছুই হতে পারে, যেমন ধরো তুমি
আবার হতে চাও প্রজাপতির রঙ্গীন
ডানা আর আমি শিশুর হাতের
পরশ, এখানেই অভিলাষের
ভেজা মাটি, বুকের
মাঝে লুকিয়ে
রাখে
আগামী কালের ফুলের গন্ধকোষ, এখানেই
তোমার চোখের গভীরে, আমি খুঁজে
পাই পুনর্জন্মের কিছু পদচিহ্ন।
এখানেই তোমার নিঃশ্বাসের
উষ্ণতা, ফিরিয়ে আনে
পুনরায় রুষ্ট শ্রাবণ,
এখানেই তুমি
আর
আমি হয় উঠি হটাৎ অরণ্য অনল, আকাশ
পাতাল জুড়ে তখন শুধুই অন্তহীন
ধুম্র প্লাবন !
* *
- শান্তনু সান্যাল