বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
অন্তর্মনের অনুরণন - -
ফিরে আসে অন্তর্মনের অনুরণন -
বারে বারে, সহজ নয় দুরে
সরে যাওয়া, নিভৃত
ভাবনার যোগী
আবার
খুঁজে জন অরণ্যে হারানো মায়ার
ঠিকানা, কিছু ভাঙা প্রেমের
শৃঙ্খল, কিছু শুকনো
ফুলের গন্ধ,
দেয়ালে
ঝুলানো স্মৃতি চিহ্ন, ছিন্ন ভিন্ন - -
অ্যালবামের পৃষ্ঠা, জীবন
করে পুন:স্মরণ, ওই
শৈশবকালের
কাগজের
নৌকো পুনরায় ভাসাতে চায় মন,
কিন্তু মেঘ্মাস বহুদূর, উন্মুক্ত
নীলাকাশ তখন করে
অট্টহাস, দীর্ঘ
অপেক্ষা
নিয়ে বুকে জীবন বসে রয় একা
অতীতের দোরগোড়ায়,
কুলুপ আঁটা দরজার
সামনে, সময়ের
হাতে
চাবি গেছে কবে যে হারিয়ে, হয়
'ত সে জানে, কিন্তু তবুও
আশার লতা যায়
না শুকায়ে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
silk painting
বারে বারে, সহজ নয় দুরে
সরে যাওয়া, নিভৃত
ভাবনার যোগী
আবার
খুঁজে জন অরণ্যে হারানো মায়ার
ঠিকানা, কিছু ভাঙা প্রেমের
শৃঙ্খল, কিছু শুকনো
ফুলের গন্ধ,
দেয়ালে
ঝুলানো স্মৃতি চিহ্ন, ছিন্ন ভিন্ন - -
অ্যালবামের পৃষ্ঠা, জীবন
করে পুন:স্মরণ, ওই
শৈশবকালের
কাগজের
নৌকো পুনরায় ভাসাতে চায় মন,
কিন্তু মেঘ্মাস বহুদূর, উন্মুক্ত
নীলাকাশ তখন করে
অট্টহাস, দীর্ঘ
অপেক্ষা
নিয়ে বুকে জীবন বসে রয় একা
অতীতের দোরগোড়ায়,
কুলুপ আঁটা দরজার
সামনে, সময়ের
হাতে
চাবি গেছে কবে যে হারিয়ে, হয়
'ত সে জানে, কিন্তু তবুও
আশার লতা যায়
না শুকায়ে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
silk painting
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)