বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২


অবিরাম ঝরে যাওয়া 

যুগ যুগান্ত ধরে ঝরে গেছে, পর্ণ বিহীন জীবন !
সাঁঝের ঝাপসা আলোয়  চায় হৃদয় শুধু -
মাত্র ; ক একটা ফোঁটা বৃষ্টি, এবং 
তার সজল নয়নের স্পর্শ, 
সময়ের অবাধ 
চাহিদা 
গেছে রিক্ত করে সিক্ত মনের গভীরতা, তবুও 
ভরে রাখতে চায় অন্তর্মন; পুনরায় প্রকৃত 
উদারতা, কিছু তার অফুরন্ত 
ভালবাসা, আর কিছু 
অনন্তকালের এক 
দায়বদ্ধতা,
ঝরে যাওয়া হয় ত নিজেই এক নিয়তি -
নির্ঝর সম বহে যায় চিরন্তন 
জড়িয়ে দেহে শৈল 
আঘাত,
করে যায় শীতল;  তপ্ত অন্তর ভৌমের বাহ্য 
জগত, করে যায় হরিত প্রান্তর দুই 
ধারে, ফুটে রয় দিবানিশি 
পবিত্র ভাবনার পুষ্প 
জীবন নদীর 
কিনারে - - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

art - Hope by Bogantropuz