শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

অন্তিম ইচ্ছা কি সকাল জানে


তোমার যাওয়ার অনেক ক্ষণ পরে, 


সদর দরজায়, মসৃন হাতের গন্ধ নির্গত হলো,
ভেসে উঠলো জানালার শার্সি তে 
বিগত মুহুর্তের বাষ্প বিন্দু, দূর অরণ্যে ঢেকে
আছে এখনো মিহি কুয়াশার ধুম্র, 
লাজুক রোদের পথে, তোমার বিলুপ্তির রহস্য !
জানতে পারি নি জীবন, তথাপি 
সূর্যের তাপে বন্য বিথী ছিল পরিষ্কার, সু স্পষ্ট, 
সেদিন তুমি ফিরে চাও নি, নিঃশব্দ -
ঝরে গেছে কৃষ্ণচুড়ার, কএক অবশিষ্ট  শৃঙ্খল,
নদীর বর্জিত তটে অবাঞ্ছিত আগাছার 
জঙ্গল, চেয়ে থাকে যেন এখনো আবেশে, সরে 
যায় ক্ষীণ জল রাশি,সম্পর্কের বাইরে,
ধরা দিতে চায় না, নিশিগন্ধার স্নিগ্ধ সুরুভি,
উড়ে গেছে সঘন মেঘের দল, দিশাহারা
মৃগ বৃন্দ ধেয়ে চলেছে ব্যাধের দেশে, অকস্মাত !
বসন্ত বহু দুরে, দাবাগ্নির ষড়যন্ত্র অবিরাম
ফেলে যেতে চায় অদৃশ্য জালের দুনিয়া, আখেটক
যবনিকার পার্শ্বে করে হাতছানি, হৃদয়ের
ঝিলে ভাসে চন্দ্র বিহীন রাত্রি,বধ্যভূমি পূর্ণ সজাগ
উজ্জ্বল স্বপ্নের অন্তিম ইচ্ছা সকাল কি জানে ?
--- শান্তনু সান্যাল