বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
বুধবার, ১৬ মে, ২০১২
জীবনদায়িনী গরল
জানি না, পাগল বৃষ্টি ভিজিয়ে যায় মরু -
ধরা নিজে কে উজাড় করে, মনে
হয় সে বুঝে না অনিবারিত
যুগের তৃষ্ণা, অথবা
তুলেছে যজ্ঞের
অঙ্গীকার,
তার সেই বিস্তীর্ণ ঝরে যাওয়া, আকাশের বুকে
রেখাঙ্কিত করে যায় উত্সর্গের কাহিনী,
এ কেমন প্রণয়ের গরল যতই
পান করে জীবন; ততই
যেন বৃদ্ধি পায়
নিঃশ্বাস,
জেগে উঠে অভিশপ্ত ভাবনা, সাজিয়ে যায়
অপ্রত্যাশিত বাসনা, বুকে জমিয়ে
রাখতে চায় মেঘের সঘন
স্তর, শুধুই ঝরে
যাওয়ার
প্রবল প্রতিশ্রুতি, সে যেন অন্তরে রাখে অনন্ত
দহন, বহুমুখী অগ্নিশিখার অনুভূতি,
তাই সজলতার করে নির্মিতি,
যেমন প্রখর গ্রীষ্মের
পরে শ্রাবণের
প্রস্তুতি !
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)