নামহীন ফুলের গন্ধকোষে আজ ও কি তুমি
Painting by Madhumita Bhattacharya
Kolkata - India
আছো, নিয়ে বুকে সৃষ্টির আকুলতা,
শষ্পহীন, মরুভূমির সবুজ
স্বপ্নে, কি তুমি ভেসে
যাও আজ ও
নিয়ে হৃদয়ের মেঘলা সংবেদন, তুমি কি -
আজ ও রেখে চলেছ, ভিজা করুণা
স্পর্শ, খোলা জীবনের মর্ম -
ঘাতে, সব কিছু
অপরিগ্রহের
পরে, কি
তুমি আজ ও চাও দুঃখ গ্রহণ, এ কেমন -
ভালবাসা শুধুই উজাড় করে
দিয়ে যাওয়া, অনবরত,
এ কেমন নিভে
যাওয়া
করে যায় উদ্ভাসিত পৃথিবীর অন্ধকার,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/Painting by Madhumita Bhattacharya
Kolkata - India