শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩

গোপন খেলা - -

তার মনের জটিল গ্রন্থী যখন খুললো, 
আমি ছিলাম নাগালের বাইরে, 
আবার গেছে কুঁচকিয়ে -
সে নিজের মাঝে,
যখন ফুটল 
নিশিপুষ্পের গন্ধ কোষ আমি তখন- -
জোছনায় নিলীন, সে খুঁজে 
পাই নি আমায় তার 
হৃদয়ের মাঝে, 
নাহক সে 
করে গেছে সন্ধান চার দিকে, অনেক -
সময়ে সকালের কচি আলো 
ফেলানো রয় উঠোনের 
গায়ে, আঁধার খুঁজে 
মরে যেখানে 
সেখানে, 
তার প্রণয় - তৃষার প্রবলতা আর - - 
আমার যাযাবরবৃত্তি, এক 
অদৃশ্য ঘূর্ণাবর্ত যেন 
সব সময়, দুই 
জনের 
মাঝে খেলে যায়, অবুঝ নিয়তির ওই 
গোপন খেলা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
beauty 1